গাজীপুর, ২১ জুন (ইউএনবি)- গাজীপুরের সালনায় আন্তঃনগর ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান, রংপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটি গাজীপুরের সালনা এলাকায় এসে পৌঁছলে ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।
এসময় ঢাকাগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ও উত্তরবঙ্গ গ্রামে একটি ট্রেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
ওই কর্মকর্তা জানান, খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বগি লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের চেষ্টা করছে। এতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।