সফররত ভারতীয় জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ ও প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক সত্যম রায় চৌধুরী সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, কলকাতায় বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক ক্যারিয়ারে তার সংগ্রামের ওপর গৌতম ঘোষের নির্মিত ‘কলকাতায় বঙ্গবন্ধু’ শীর্ষক ডকুমেন্টারি নিয়ে তারা আলোচনা করেছেন।
বৈঠকে জাতির পিতার কনিষ্ঠ মেয়ে শেখ রেহানা ও তার নাতি রাদওয়ান মুজিব সিদ্দিক উপস্থিত ছিলেন।
প্রেস সচিব বলেন, শেখ হাসিনা ও শেখ রেহানা গৌতম ও সত্যমের সামনে ডকুমেন্টারিটির রূপরেখা তুলে ধরেন।
আরও পড়ুন: এসডিজি বাস্তবায়নে অর্থের সর্বোত্তম ব্যবহার করুন: প্রধানমন্ত্রী
কলকাতায় ছাত্রজীবনে বঙ্গবন্ধুর সংগ্রাম ও কষ্টের দিনগুলো বর্ণনা করেন তারা।
১৫ আগস্টের গণহত্যা থেকে রক্ষা পাওয়া বঙ্গবন্ধুর দুই কন্যাও আলোচনায় মহান নেতার রাজনৈতিক জীবন ও দর্শন তুলে ধরেন।
বৈঠকে গৌতম ও সত্যম জানান, তারা রাজধানীর ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং জাদুঘরের প্রতিটি কোণায় ১৫ আগস্টের হত্যাকাণ্ডের লোমহর্ষক নিদর্শন দেখেন।
বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’র উল্লেখ করে তারা বই দুটিকে ইতিহাসের মহান অংশ হিসেবে বর্ণনা করেন।
গৌতম ঘোষ ও সত্যম চৌধুরী বলেন, বাঙালির সর্বশ্রেষ্ঠ নেতার জীবন ও কর্মের ওপর ডকুমেন্টারি তৈরি করে তারা গর্বিত।
আরও পড়ুন: ইউএই’র নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
পরে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের পাশাপাশি কলকাতায় থাকাকালীন তার সংগ্রামের বিষয়ে শেখ হাসিনা ও শেখ রেহানার সাক্ষাৎকার নেয়া হয়।
গৌতম ৩০ মিনিটের ডকুমেন্টারি ফিল্মটি নির্মাণ করছেন।
৪ এপ্রিল গৌতম কলকাতার মৌলানা আজাদ কলেজের একটি শ্রেণিকক্ষে শুটিংয়ের মাধ্যমে চলচ্চিত্রটির কাজ শুরু করেন। ১৯৪৫-৪৬ শিক্ষাবর্ষে বঙ্গবন্ধুর অধ্যয়নকালে কলেজটিকে ইসলামিয়া কলেজ নামে ডাকা হত।