আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মাদ আবদুল্লাহর (লক্ষ্মীপুর-৪) এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতির পিতা হত্যার অন্য পরিকল্পনাকারীদের চিহ্নিত করার জন্য একটি কমিশন গঠনের বিষয় এখন সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।’
প্রধানমন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের টানা দুই মেয়াদে জাতির পিতা হত্যার পেছনের ষড়যন্ত্র সম্পর্কিত অনেক তথ্য প্রকাশ পেয়েছে।
‘তথ্য অনুযায়ী, দেশি ও বিদেশি কিছু লোক ও সংস্থা ষড়যন্ত্রের সাথে পরোক্ষভাবে জড়িত ছিল,’ যোগ করেন তিনি।
শেখ হাসিনা আরো বলেন, বিদেশে পালিয়ে থাকা জাতির পিতার খুনিদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এবিষয়ে আইন, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে গঠিত একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, দণ্ডিত পলাতক খুনি নুর চৌধুরী কেমন করে কানাডায় বসবাস করছেন সে সম্পর্কে তথ্য চেয়ে দেশটির ফেডারেল কোর্ট অব জাস্টিসে একটি আবেদন জমা দেয়া হয়েছে।
আরেক দণ্ডিত পালাতক খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আনার জন্য কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আইনি ব্যবস্থা নেয়ার জন্য সেখানে আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া, অন্য দণ্ডিত পলাতক খুনিদের ফিরিয়ে আনতে কাজ চলছে এবং তাদের গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারি করা হয়েছে বলে জানান শেখ হাসিনা।