বরিশাল, ২৭ জানুয়ারি (ইউএনবি)- আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে আগামী ২৭ জানুয়ারি থেকে এক মাস কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারের নির্দেশ বাস্তবায়নে বরিশালে কোচিং সেন্টার বিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকাল সাড়ে ৩টায় এই নির্দেশনা সফল করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন।
এসময় বেশ কয়েকটি কোচিং সেন্টার খোলা পাওয়া যায়। নির্দেশনার প্রথম দিন হওয়ায় প্রাথমিকভাবে কোচিং সেন্টারগুলোকে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয় এবং এর কর্তৃপক্ষকে সতর্ক করে দেয়া হয়। তবে পরবর্তীতে খোলা পেলে দণ্ড দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন আদালতের হাকিম সহকারী কমিশনার মোজাম্মেল হক চৌধুরী।
অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘শুধুমাত্র এসএসসি নয় সকল ধরনের কোচিং বন্ধ রাখতে হবে।’
প্রসঙ্গত, আগামী ২ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী এসএসসি পরীক্ষা শুরু হবে।