মামলার তদন্তকারী কর্মকর্তা ও বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘তারা নিজেরাই’ তাদের অপরাধ স্বীকার করেছে।’
তিনি জানান, বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এনায়েত উল্লাহর কাছে রবিবার রাতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার উপজেলার সলিয়াবাকপুরের একটি বাড়ি থেকে মারিয়াম বেগম (৭৫) ও তার জামাতা মো. আলমের (৭৫) লাশ এবং ওই বাড়ির পেছন থেকে মরিয়মের ভাগ্নে মো. ইউসুফের (১৮) লাশ পাওয়া যায়।
এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মরিয়মের ছেলে সুলতান মাহমুদ একটি মামলা দায়ের করেছেন। পরে মামলা ও ওই ঘটনার সূত্র ধরে পুলিশ ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়পাশা গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে জাকির হোসেন ও তার সহযোগী জুয়েলকে সন্দেহভাজন হিসেবে আটক করে।