পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প (পিবিআরএলপি) এবং পদ্মা বহুমুখী সেতু প্রকল্প নির্মাণ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড (সিআরইসি) মঙ্গলবার এ সহায়তা দিয়েছে।
রাজধানীর বারিধারায় সিআরইসির কার্যালয়ে এক প্রতীকী অনুষ্ঠানে পিবিআরএলপির সিআরইসির কন্ট্রাকটর্স প্রতিনিধি ওয়াং কুন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে কর্নেল ইকবাল বাহার চৌধুরী এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল ওয়াবের কাছে এ সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করেন।
দুটি হাসপাতালকে ১০ হাজার ৮০টি এন৯৫ পার্টিকুলেট রেসপিরেটরস, ৪০ হাজার ডিসপোসেবল সার্জিক্যাল মাস্ক, এক হাজার মেডিকেল প্রটেকশন গাউন, ৪০০ মেডিকেল গগলস ও ৫০০ কোভিড-১৯ শনাক্তকরণ কিট দেয় সিআরইসি।
সিআরইসির প্রতিনিধি ওয়াং কুন বলেন, ‘অনুদান হিসেবে সিআরইসির পক্ষ থেকে বাংলাদেশকে দেয়া পিপিইর প্রথম ব্যাচ এটি। তবে, বাংলাদেশে কোভিড-১৯ মারাত্মক আকার ধারণ করলে সিআরইসি এ ধরনের আরও সহায়তা দেবে।’
এ সময় কর্নেল ইকবাল বাহার চৌধুরী এবং লেফট্যানেন্ট কর্নেল আবদুল ওয়াব কোভিড-১৯ প্রতিরোধে বাংলাদেশকে সময়োচিত সহায়তা দেয়ার জন্য সিআরইসিকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।