কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
সারাদেশে করোনা টিকার ৪র্থ ডোজ দেয়া শুরু
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে টিকার দ্বিতীয় বুস্টার ডোজ (চতুর্থ ডোজ) কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবীর।এসময় আহমেদুল কবীর বলেন, টিকার অ্যান্টিবডি বেশিদিন থাকে না। এজন্য সরকার চতুর্থ ডোজ দেয়ার উদ্যোগ নিয়েছে।তিনি বলেন, চার কোটি মানুষ ৪র্থ ডোজ নেবার উপযোগী। তবে আপাতত আমরা ৫টি ক্যাটাগরিতে এই টিকা দিব। এক্ষেত্রে আমাদের উদ্দিষ্ট মানুষ আছে ৮০ লাখ মানুষ।তিনি আরও বলেন, ইতোমধ্যেই পরিক্ষামূলকভাবে ৪৬০ জনকে চতুর্থ ডোজ দেয়া হয়েছে। আর আজ থেকে সারাদেশে এই কার্যক্রম শুরু হচ্ছে। আমাদের প্রায়োরিটি থাকবে সম্মুখসারীর যোদ্ধা, গর্ভবতী মায়েরা আছে।
আরও পড়ুন: ১ ডিসেম্বর থেকে ৭ দিনব্যাপী করোনার টিকাদান কর্মসূচি
তিনি বলেন, আজ অনেকেই টিকা নিয়েছেন, ব্যাপক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে চাই। বাংলাদেশ টিকায় মাইলফলক অর্জন করেছেন, দেশের মানুষ টিকায় আগ্রহী। হাসপাতালে ভর্তি কম, মৃত্যু কম।টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বলেন, ইতোমধ্যে আমরা ১৫ কোটি মানুষকে প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ সাড়ে ১২ কোটি এবং তৃতীয় ডোজ দিয়েছি সাড়ে ছয় কোটি মানুষকে। এখনও আমাদের কাছে এক কোটি ৩৩ লাখ টিকা আছে। মন্ত্রী মহোদয় টিকা ব্যাপারে কনসার্ন আছেন।তিনি বলেন, যেই টিকা আছে, এগুলো শেষ হলে আবারও টিকা আসবে। টিকা নিয়ে আমাদের কোন সমস্যা নেই। ১৮ বছরের উর্ধে সাড়ে ১১ কোটি মানুষ আছে। পর্যায়ক্রমে আমরা সবাইকেই সেকেন্ড বুস্টার ডোজ (চতুর্থ ডোজ) দিব।
আরও পড়ুন: বিজয় দিবস উপলক্ষে আবারও ৭ দিনের টিকা ক্যাম্পেইন
প্রথম ও দ্বিতীয় ডোজের টিকার ক্যাম্পেইন বাড়ল আরও ৩ দিন
২ বছর আগে
আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমেরিকা সরকারের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা হবে।
তিনি বলেন, আমেরিকা আমাদের উন্নয়ন সহযোগী। বিভিন্ন কার্যক্রমেই তারা আমাদের সহযোগিতা করে থাকে। তাই ভবিষ্যতে দেশটির সঙ্গে সম্পর্ক আরও জোরালো করা হবে।
সোমবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফাইজার ভ্যাক্সিন কার্যক্রম পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এখন পর্যন্ত আমরা প্রায় ২২ কোটি ডোজ টিকা দিয়েছি মানুষকে। এর মধ্যে ছয় কোটি ১০ লাখ ডোজ ফাইজার এবং মডার্না টিকা আমেরিকা সরকার এবং দেশটির জনগণ এদেশের মানুষকে উপহার হিসেবে দিয়েছে। এই টিকাগুলো আমরা জনগণকে দিয়েছি।
আরও পড়ুন: করোনা টিকার পেছনে ৪০ হাজার কোটি টাকা খরচ হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
জাহিদ মালেক বলেন, আমেরিকা জানিয়েছে যে ভবিষ্যতেও যদি আমাদের টিকার প্রয়োজন হয়, তারা আমাদের প্রয়োজনে আরও টিকা দিবে।
তিনি বলেন, আমেরিকা আমাদেরকে টিকা সংরক্ষণ ও সরবরাহে ১৮টি ফ্রিজার ভ্যান দিয়েছে। এমনকি আমাদের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণেও সহযোগিতা করেছে। এছাড়াও প্রায় ৯০ মিলিয়ন আমেরিকান ডলারের বিভিন্ন সরঞ্জাম দিয়ে তারা আমাদের সহযোগিতা করেছেন। আগামীতেও তারা আমাদের সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখবেন।
মন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে আমরা সফলভাবে টিকা কার্যক্রম পরিচালনা করছি। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিশেষ টিকা ক্যাম্পেইন হাতে নিয়েছে সরকার। প্রথম দ্বিতীয় ও বুস্টার ডোজ মিলে গত ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশে মোট তিন কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকা দেয়া হবে।
এ সময় টিকা কেন্দ্র পরিদর্শনে আসায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশের টিকা কার্যক্রমের বেশ প্রশংসা করেছেন।
তিনি বলেন, শিশুসহ বাংলাদেশের গ্রামীণ পর্যায়ে করোনার টিকা দেয়ায় বাংলাদেশ ভালো করেছে, যা সহজ ছিল না।
আরও পড়ুন: করোনা টিকার প্রথম ডোজ দেয়া অব্যাহত থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজুলল কবীর প্রমুখ।
২ বছর আগে
রমিজ উদ্দিন কলেজ সংলগ্ন আন্ডারপাসসহ ৪ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা বিমানবন্দর মহাসড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন নবনির্মিত একটি পথচারী আন্ডারপাসসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) আওতায় চারটি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রকল্পগুলো উদ্বোধন করেন।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাসচাপায় কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজীব নিহত হওয়ার চার দিন পর ২০১৮ সালের ২৯ জুলাই প্রধানমন্ত্রী আন্ডারপাস নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
একই বছরের ১২ আগস্ট শেখ হাসিনা এ আন্ডারপাসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ওই বছরের ২ আগস্ট দুই শিক্ষার্থীর পরিবারের সদস্য এবং কলেজের অধ্যক্ষ তার সাথে দেখা করার পর ৪ আগস্ট তিনি কলেজের শিক্ষার্থীদের জন্য পাঁচটি বাস সরবরাহ করেন।
অন্য তিনটি প্রকল্প হলো-সিলেট সিটি বাইপাস-গ্যারিসন লিংক ৪-লেন হাইওয়ে, বালুখালী (কক্সবাজার)-ঘুনধুম (বান্দরবান) বর্ডার লিঙ্ক-রোড এবং রাঙামাটি জেলার নানিয়ারচরে চেঙ্গী নদীর উপর ৫০০ মিটার দীর্ঘ সেতু।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শে বাংলাদেশ পরিচালিত হবে: প্রধানমন্ত্রী
ঢাকা, নানিয়ারচর ও সিলেট সেনানিবাস এলাকা থেকে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সেনা কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সঞ্চালনায় অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং চিফ মেজর জেনারেল ইবনে ফজল শায়েকুজ্জামান অনুষ্ঠানে বক্তব্য দেন। এই চারটি প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আরও পড়ুন: উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
২ বছর আগে
করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন অধিকাংশ ক্রিকেটার
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিকাংশ খেলোয়াড় শনিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দলে জায়গা পাওয়া অধিকাংশ ক্রিকেটার টিকা নিয়েছেন।
‘বাকি ক্রিকেটাররা আগামীকাল (রবিবার) নেবেন,’ বলেন তিনি।
অনেকেই প্রথম ডোজ নিয়েছেন, তারা দুই মাস পর দ্বিতীয় ডোজ নেবেন, তিনি বলেন।
নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ক্রিকেটাররা করোনার টিকার প্রথম ডোজ নেন।
আগামী ১২ এপ্রিল বাংলাদেশ ক্রিকেট দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে। ২১ এপ্রিল প্রথম ও দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল।
৩ বছর আগে
চট্টগ্রামে করোনায় নির্বাচনী কর্মকর্তার মৃত্যু
করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান (৪৫) মারা গেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ এলাকা ঢাকার সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ৬৪৬৯ শনাক্ত, মৃত্যু ৫৯
তিনি জানান, করোনায় সংক্রমিত হয়ে আতাউর রহমান প্রথমে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি মারা যান।
আরও পড়ুন: করোনা: সিলেটে ১১টি বিধি-নিষেধ জারি করল জেলা প্রশাসন
জানা গেছে, ২৫ মার্চ সর্দি-জ্বর নিয়ে আতাউর রহমান চট্টগ্রাম থেকে ঢাকায় যান। পরে ২৯ মার্চ তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তখন তাকে হাসপাতালে নেওয়া হয়। শুরু থেকেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।
দুই সন্তানের জনক আতাউর রহমানের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়। তার কর্মস্থল চট্টগ্রামে হলেও তার পরিবার ঢাকায় থাকেন। আতাউর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ৩১তম ব্যাচের ছাত্র ছিলেন।
আরও পড়ুন: করোনা: অনির্দিষ্টকালের জন্য মিরপুর ও রংপুর চিড়িয়াখানা বন্ধ
এদিকে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন একজন। করোনা শনাক্তের হার ২০ শতাংশ। চট্টগ্রামে করোনায় মোট মারা গেছেন ৩৮৯ জন।
৩ বছর আগে
দেশে করোনার টিকা প্রয়োগ শুরু
রাজধানীর একটি হাসপাতালে বুধবার বহুল কাঙ্ক্ষিত কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩ বছর আগে
বাংলাদেশকে করোনা সুরক্ষা সরঞ্জাম দিল সিআরইসি
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবিলায় সহায়তা হিসেবে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম দিয়েছে সিআরইসি।
৪ বছর আগে
নারায়ণগঞ্জে চিকিৎসক করোনায় আক্রান্ত
জেলা শহরের একটি বেসরকারি ক্লিনিকের একজন চিকিৎসক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
৪ বছর আগে
মাস্ক ছাড়া কেউ বাইরে বের হবেন না: স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাস মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই জানিয়ে শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এখন থেকে সামনের কিছুদিন ঘর থেকে খুব জরুরি না হলে বাইরে বের হওয়া উচিত হবে না। কোনো প্রয়োজনে বের হলে মুখে মাস্ক পরতে হবে।
৪ বছর আগে
উহান ফেরত আরেকজনকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি
চীনের উহান থেকে ফেরত আসা আরেক বাংলাদেশিকে মঙ্গলবার মাথা ব্যাথা বা হালকা মাথা ঘোরার অসুস্থতা দেখা দেয়ায় ও আশকোনা হজ ক্যাম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪ বছর আগে