অন্য ছয়টি দেশ হচ্ছে- ফিলিপাইন্স, ভারত, শ্রীলংকা, সিরিয়া, লেবানন ও মিশর।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ মার্চ থেকে আগামী এক সপ্তাহের জন্য এ স্থগিতাদেশ বহাল থাকবে।
এছাড়া গত দুই সপ্তাহে বাংলাদেশসহ ওই সাত দেশে অবস্থানকারীদের কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে কুয়েতি নাগরিকরা দেশে ফিরতে পারবেন। তাদেরকে কোয়ারেন্টাইন (রোগ সংক্রমণের আশঙ্কায় পৃথক করে রাখা) প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
প্রসঙ্গত, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়েত রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করে থাকে।
শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, কুয়েতের এ নিষেধাজ্ঞার কারণে ৭ ও ১০ মার্চের কুয়েতগামী দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।