বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমা থেকে ৩১ জন ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড ।
বুধবার সন্ধ্যায় সমুদ্রের পশ্চিম আইএমবিএল থেকে ৭৭ নটিক্যাল মাইল দুরে বাংলাদেশ জলসীমা থেকে তাদের আটক করে।
এছাড়া বৃহস্পতিবার ট্রলারসহ ভারতীয় ওই জেলেদের মোংলা আনা হয়।
আরও পড়ুন: সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় কাঁকড়া ধরায় ২৪ জেলে আটক
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, কোস্টগার্ড জাহাজ মুনসুর আলী সমুদ্রে টহলে ছিল। এসময় তারা দুটি বিদেশি ফিশিং ট্রলারকে বাংলাদেশ জলসীমায় মাছ ধরতে দেখে। ধাওয়া করে কোস্টগার্ড সদস্যরা সমুদ্রের পশ্চিম আইএমবিএল থেকে ৭৭ নটিক্যাল মাইল দুরে বাংলাদেশ জলসীমা থেকে এফভি মঙ্গল চান্দী-২৫ ও এফভি মঙ্গল চান্দী-৩ নামে দুটি ট্রলারসহ ৩১ জেলেকে আটক করে।
তিনি আরও বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ট্রলারসহ ওই ৩১ জেলেকে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।