প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, ‘আমি দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার জন্য আপনার সাথে (শেখ হাসিনা) কাজ করার জন্য উন্মুখ হয়ে রয়েছি।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হওয়ায় পর মরিসনকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনার পাঠানো চিঠির জন্য ধন্যবাদ জানিয়ে গত ১ সেপ্টেম্বর স্বাক্ষরিত এই চিঠিটি তাকে পাঠানো হয়।
দুই দেশের মধ্যকার শক্তিশালী ও আন্তরিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে মরিসন বলেন, ‘গত বছরে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক ১১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং আমরা সন্ত্রাসবাদ ও অন্যান্য আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছি।’
তিনি উল্লেখ করেন, অস্ট্রেলিয়ায় বসবাসরত ৪৯ হাজার বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ অস্ট্রেলিয়ার সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের অবদানের কথা স্বীকার করে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া বাস্তুচ্যুত মানুষদের খাদ্য, আশ্রয় এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা সরবরাহের জন্য ৭০ মিলিয়ন মার্কিন ডলার মানবিক ত্রাণ প্রদানের অঙ্গীকার করেছে।
প্রসঙ্গত, গত ২৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী স্কট মরিসনকে দায়িত্বগ্রহণের জন্য অভিনন্দন জানান এবং তার সফল মেয়াদ কামনা করেন।
২৪ আগস্ট অস্ট্রেলিয়ার ৩০তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন স্কট মরিসন।