ঢাকা, ০৫ সেপ্টেম্বর (ইউএনবি)- বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র।
বুধবার পররাষ্ট্র সচিবের কার্যালয়ে সচিব এম শহীদুল হকের সাথে সাক্ষাৎ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
অনুষ্ঠিত বৈঠকে তাদের মধ্যে জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশন, রোহিঙ্গা সংকট ও অন্যান্য রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে বার্নিকাট সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।
এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমরা এখানে সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন চাই, যার মাধ্যমে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হবে। সরকার সুষ্ঠু, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’