কাঠমান্ডু, ৩০ আগস্ট (ইউএনবি)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার কাঠমান্ডুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেছেন এবং তারা দুদেশের মানুষের কল্যাণে এক সাথে কাজ করতে সম্মত হয়েছেন।
তাহাচেল মার্গ এলাকার হোটেল সোয়ালটি ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘তারা উভয়ে প্রতিবেশী দেশ দুটির মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য এক সাথে কাজ করতে সম্মত হয়েছেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে নানান উন্নয়ন কার্যক্রমে ভারতের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা এই বন্ধুত্বকে নবতর উচ্চতায় নিয়ে যেতে চাই।’
এসময় নরেন্দ্র মোদি বলেন, উভয় দেশ তাদের পারস্পরিক কল্যাণের জন্য একে অপরকে সাহায্য করতে চায়।
দুই প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে বিসমটেকের সদস্য দেশগুলোর মাঝে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।