বাংলাদেশ মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা পেতে যাচ্ছে বলে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার ঘোষণা দিয়েছেন।
শনিবার এক টুইট বার্তায় এই ঘোষণা দিয়ে মিলার বলেন, ‘আমেরিকার জনগণের পক্ষ থেকে উপহারস্বরূপ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশের জন্য এই টিকাগুলো সরবরাহ করা হবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও বিশ্বের করোনা পরিস্থিতি মোকাবিলায় টিকা সরবরাহের ক্ষেত্রে দৃড় প্রতিজ্ঞতার সাথে কাজ করছে।’
আরও পড়ুন: সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা আসছে আজ
এর আগে জুলাই মাসের প্রথম সপ্তাহে কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ মডার্নার ২৫ লাখ ডোজের প্রথম চালান পেয়েছিল।
এদিকে শনিবার রাতেই সিনোফার্মের কাছ থেকে ক্রয়কৃত ২০ লাখ ডোজ টিকার একটি চালান বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।
আরও পড়ুন: আইভিআইয়ের সহযেগিতায় দেশেই টিকা উৎপাদন সম্ভব: স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার ঢাকায় চীনা দূতাবাসের উপ-প্রধান হুয়ালং ইয়ান ইউএনবিকে জানান, দুটি ফ্লাইটে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবে। এছাড়া অতিরিক্ত ১০ লাখ ডোজ টিকাও উপহার হিসেবে আসবে।