বাংলাদেশ নতুন করে চীনের কাছ থেকে সিনোফার্মের প্রস্তুতকৃত করোনার ২০ লাখ ডোজ টিকা পেতে যাচ্ছে। শনিবার রাতেই সিনোফার্মের কাছ থেকে ক্রয়কৃত এসব টিকা বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।
শুক্রবার ঢাকায় চীনা দূতাবাসের উপ-প্রধান হুয়ালং ইয়ান ইউএনবিকে জানান, দু’টি ফ্লাইটে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবে। এছাড়া অতিরিক্ত ১০ লাখ ডোজ টিকা উপহার হিসেবে আসবে।
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু ১৮৭, শনাক্ত ১২, ১৪৮
তিনি বলেন, ‘করোনার বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের উপহার স্বরূপ চীন সরকার বাংলাদেশকে আরও ১০ লাখ টিকা উপহার দিচ্ছে।’
আরও পড়ুন: আইভিআইয়ের সহযেগিতায় দেশেই টিকা উৎপাদন সম্ভব: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশ চীনের কাছ থেকে বাণিজ্যিক ক্রয় চুক্তির আওতায় ১.৫ কোটি ডোজ করোনার টিকা পাওয়ার কথা রয়েছে।