শনিবার কাউন্সিলের নবনির্বাচিত সদস্যদের এক সভায় তাকে এ দায়িত্ব দেয়া হয়।
আওয়ামী লীগের আইন সম্পাদক শ ম রেজাউল করিম বলেন, বার কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। বর্তমান কমিটি নতুন উদ্যোমে আইনজীবীদের কল্যাণে কাজ করে যাবে বলে প্রত্যাশা করছি।
ইউসুফ হোসেন হুমায়ুন তিন বছরের জন্য ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান হলেন অ্যাটর্নি জেনারেল। আর নির্বাচিতদের মধ্যে ভাইস চেয়ারম্যান হচ্ছে সর্বোচ্চ পদ।
এর আগে গত ১৪ মে দেশব্যাপী বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ ও গ্রুপ আসনে মোট ১৪টি পদের মধ্যে ১২টিতে জয়লাভ করে আওয়ামী সমর্থক প্যানেল। ২৬ মে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
কাউন্সিলের নবনির্বাচিত নেতাদের নিয়ে শনিবার প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো।