ঢাকা, ২৬ জুলাই (ইউএনবি)- মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষদের জন্য শুক্রবার সকাল থেকে আগাম টিকিট বিক্রি শুরু করেছে বেসরকারি বাস কোম্পানিগুলো।
সকাল ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হলেও টিকিট প্রত্যাশীরা রাত থেকেই গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনালগুলোতে ভিড় করতে থাকে। তবে মহাখালী বাস টার্মিনালে টিকিট প্রত্যাশীদের তেমন ভিড় লক্ষ্য করা যায়নি।
কাউন্টার ছাড়াও ৩৫টি বাস কোম্পানির টিকিট মোবাইল অ্যাপের মাধ্যমে দেয়া হচ্ছে।
আগামী ২৯ জুলাই থেকে আগাম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। রাজধানীর কমলাপুর, বিমানবন্দর, বনানী, তেজগাঁও এবং ফুলবাড়ীতে ট্রেনের আগাম টিকিট দেয়া হবে।
চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ১২ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে।