টিকিট
আজ থেকে অনলাইনে পাওয়া যাবে বিপিএলের সিলেট পর্বের টিকিট
শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের ডামাডোল। আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে দেশের সবচেয়ে বড় ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের। এরই মধ্যে বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ঘোষণা অনুযায়ী, রবিবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু হবে। এবার দর্শকদের জন্য সব টিকিটই বিক্রি করা হবে অনলাইনে। মাঠ কিংবা ভেন্যুতে কোনো টিকিট কাউন্টার থাকছে না।
অনলাইনে টিকিট কিনতে দর্শকদের প্রবেশ করতে হবে বিসিবির নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd-এ।
বিসিবি জানিয়েছে, লিগ পর্বের ম্যাচে একটি টিকিটে একই দিনে দুটি ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। সর্বনিম্ন ২০০ টাকা ব্যয় করে ম্যাচ দেখার সুযোগ থাকছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারির প্রতিটি আসনের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
এছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট মূল্য ২৫০ টাকা, ক্লাব হাউজের আপার জোনের টিকিট ৫০০ টাকা এবং ক্লাব হাউজের জিরো ওয়েস্ট জোনের টিকিটের মূল্য ধরা হয়েছে ৬০০ টাকা।
গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ওয়েস্ট, আপার ইস্ট, লোয়ার ওয়েস্ট ও লোয়ার ইস্ট—এই চারটি জোনের প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।
বিপিএলের সিলেট পর্বকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। অনলাইনে টিকিট বিক্রির মাধ্যমে ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
১ দিন আগে
বিএনপি বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে না: মুরাদ
যারা ধর্ম নিয়েন রাজনীতি করে তাদের বিষয়ে আলেম ওলামাদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।
তিনি বলেছেন, ‘বিএনপি ধর্মবান্ধব রাজনৈতিক দল কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করে না। বিএনপি ধর্মীয় অনুশাসন মেনে জনসাধারণকে আদর্শ জাতি গঠনে উদ্বুদ্ধ করে, বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে না।’
রবিবার (১৬ মার্চ) ধামরাইয়ের কালামপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় আলেম ওলামা, ইমাম ও খতিবদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। উপজেলার ১২০টি কওমি মাদ্রাসা ও সাড়ে ৮০০ মসজিদের ইমাম ও খতিবরা এতে উপস্থিত ছিলেন।
ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, একটি দল পবিত্র ইসলাম ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কুরআন-হাদিসের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন: আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে থানায় বিএনপির দুপক্ষের হাতাহাতি
তিনি বলেন, ‘বিএনপি ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় স্বাধীনতা, সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা-বিশ্বাস ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। বিএনপি বিশ্বাস করে, মুসলমান জনগোষ্ঠীর মধ্যে ইসলামী মূল্যবোধ এবং সংস্কৃতির বিকাশ ঘটলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই দেশে শান্তি, ন্যায্যতা, মানবিকতা প্রতিষ্ঠিত হবে।’
স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতা চাপিয়ে দিয়েছিল বলে মন্তব্য করেন তিনি। মুরাদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রহিম এবং ধর্মনিরপেক্ষতার পরিবর্তে ধর্মীয় মূল্যবোধ ও সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংযোজন করে সংখ্যা গরিষ্ঠ মানূষের অনুভুতির প্রতি সম্মান জানিয়েছেন। বিএনপি শহীদ জিয়ার সেই নীতি ধারণ করে চলেছে।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা মো. ইলিয়াছ। উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা ইমাম পরিষদের সভাপতি আশরাফ আলী, কালামপুর উলামা পরিষদের সভাপতি আবু সাঈদ জিহাদি, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা উসমান গণি, মুফতি ইউসুফ বিন সিরাজ, মুফতি মো. রাকিব, মাওলানা আবদুল আলিম, মাওলানা আবদুল মজিদ, মাওলানা ফরহাদ, মো. ইবরাহিম. মুফতি মো. আরিফ প্রমুখ।
২৮০ দিন আগে
বিপিএলের টিকিট নিয়ে মিরপুরে ভক্তদের সংঘর্ষ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনে বেসরকারি ব্যাংকের নির্ধারিত শাখায় টিকিট কিনতে না পারায় মিরপুরে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন শত শত ক্রিকেটভক্ত।
সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে এই সংঘর্ষ হয়।
ঐতিহাসিকভাবে, অতীতে বিপিএলের টিকিটের শান্তিপূর্ণ বিক্রি নিশ্চিত করতে হিমশিম খেয়েছিল বিসিবি। তবে এবারও তারা সংকট কাটিয়ে উঠতে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন: ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
আজকের পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেডিয়ামের প্রধান ফটক ভেঙে ভিতরে ঢোকা সমর্থকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে পুলিশ। বিক্ষোভকারীরা জাতীয় দলের একজন ক্রিকেটারের গাড়িও আটকে দিয়েছিল বলে জানা গেছে। তবে ঘটনার সময় ওই ক্রিকেটার গাড়িতে ছিলেন কিনা তা স্পষ্ট নয়।
গতকাল বোর্ড টিকিট বিক্রির আনুষ্ঠানিক তথ্য না দেওয়ায় টিকিটের জন্যও বিক্ষোভ করেছিল ভক্তরা। এরপর ভক্তরা কোথা থেকে, কীভাবে টিকিট কিনতে পারবেন সে বিষয়ে বিস্তারিত জানিয়ে বিকালে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিবি।
এ বছর অনলাইন প্ল্যাটফর্ম ও একটি বেসরকারি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট কিনতে পারবেন ভক্তরা। কিন্তু ভক্তদের দাবি, তারা মিরপুর শাখা থেকে টিকিট নিতে পারেননি, যা তাদের ক্ষুব্ধ করেছে।
অনলাইন ক্রেতাদের জন্য, টিকিটগুলো অফিসিয়াল ওয়েবসাইটের (www.gobcbticket.com.bd) মাধ্যমে সংগ্রহ করা যেতে পারে।
আর টিকিটের হার্ড কপি বিক্রি হচ্ছে মধুমতি ব্যাংক পিএলস ‘র নির্ধারিত শাখায়। রবিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট পাওয়া গেছে। সোমবার বিপিএলের উদ্বোধনী দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিক্রি চলবে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি: ভারতের বিপক্ষে অভিযান শুরু করবে টাইগাররা
বিক্রয় সুবিধার শাখাগুলোর মধ্যে রয়েছে মিরপুর, মতিঝিল, উত্তরা, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোডে। দর্শকদের নির্দিষ্ট সময়ে তাদের নিকটতম শাখায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল লড়বে নবাগত দল দুর্বার রাজশাহীর বিপক্ষে।
৩৫৬ দিন আগে
বাজেটে মেট্রোরেলের টিকিটে ভ্যাট ছাড় ঘিরে অনিশ্চয়তা
ঢাকা, ৬ জুন (ইউএনবি)-মেট্রোরেলের টিকিটে ভ্যাট মওকুফের সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩০ জুন। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও এ সময়সীমা বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ বিষয়টি স্পষ্ট না করায় ১ জুলাই থেকে মেট্রোরেলের টিকিটের মূল্য ১৫ শতাংশ বেড়ে যেতে পারে।
আরও পড়ুন: আমরা সিরডাপের ম্যান্ডেট ও সাংগঠনিক দর্শনের উপর জোর দিতে চাই: স্থানীয় সরকারমন্ত্রী
২০২৩ সালের শুরুর দিক থেকে মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের কথা জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওই বছরের ২২ জানুয়ারি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) ভ্যাট আরোপের বিষয়টি বিবেচনার আহ্বান জানান ঢাকা দক্ষিণের ভ্যাট কমিশনার শওকত আলী।
মেট্রোরেল কর্তৃপক্ষ ও এনবিআরের মধ্যে একাধিক বৈঠক হলেও এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। এরপর ২০২৩ সালের মে মাসে ২০২৪ সালের জুন পর্যন্ত মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি বহাল রাখার ঘোষণা দেয় এনবিআর।
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। মন্ত্রীর এ প্রস্তাব জাতীয় সংসদে আলোচনা করা হবে এবং মেট্রোরেলের টিকিটের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত না এলে নির্ধারিত সময় শেষে ভাড়া বাড়বে।
আরও পড়ুন: বাজেট ২০২৪-২৫: জনপ্রশাসন মন্ত্রণালয়ে বরাদ্দ ৫ হাজার ৩৭৭ কোটি টাকা
বাড়তি সম্পূরক শুল্ক আরোপে টেলিকম শিল্পের ওপর চাপ বাড়ছে: অ্যামটব
৫৬৩ দিন আগে
টিকিটের বর্তমান মূল্য বজায় রাখতে বাংলাদেশ রেলওয়ের প্রতি এনসিপিএসআরআরের আহ্বান
আগামী ৪ মে থেকে বাংলাদেশ রেলওয়ের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি (এনসিপিএসআরআর)।
রেলওয়ের ভাড়ার ক্ষেত্রে যে ছাড় দেওয়া হতো তা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে ১০০ কিলোমিটারের বেশি ভ্রমণের জন্য ২০ থেকে ৩০ শতাংশ ভাড়া বেড়ে যাবে।
জাতীয় কমিটির আহ্বায়ক মো. শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ উদ্বেগের কথা জানান।
আরও পড়ুন: রেলের ভাড়া না বাড়ানোর আহ্বান জাতীয় কমিটির
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিসহ বর্তমান অর্থনৈতিক দুরবস্থার কথা তুলে ধরেন তারা। চলমান তাপপ্রবাহ এবং শ্রমিক ও নিম্ন-মধ্যবিত্তদের আয় কমে যাওয়ায় তা আরও বেড়েছে বলেও জানান। এই পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক এবং জনস্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন এনসিপিএসআরআর নেতারা।
বিবৃতিতে ফসলের ব্যাপক ক্ষতি এবং কৃষি পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কার কথা উল্লেখ করে বলা হয়েছে, এমন অবস্থায় ট্রেনের ভাড়া বৃদ্ধি সাধারণ নাগরিকদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়াবে।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বব্যাপী জনসাধারণের বোঝা লাঘব করার জন্য রাষ্ট্র পরিচালিত পরিবহনে ভর্তুকি দেয় সরকার। বাংলাদেশেও এই চর্চা রয়েছে। সরকার ভর্তুকি প্রদানের ক্ষেত্রে ব্যতিক্রম নয় এবং ভাড়া বৃদ্ধির মাধ্যমে জনগণকে ভোগান্তির পরিবর্তে এই ভর্তুকি বাড়িয়ে দিতে পারে।
এনসিপিএসআরআরের নেতারা এই কঠিন সময়ে জনগণের উপর অতিরিক্ত আর্থিক চাপ রোধে ভর্তুকি অব্যাহত রাখতে এবং পরিকল্পিতভাবে ভাড়া সমন্বয়ের জন্য পুনর্বিবেচনা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: তিন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১,২১২: এনসিপিএসআরআর
পাঁচ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮৯০: এনসিপিএসআরআর
৬০০ দিন আগে
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ জুন
পবিত্র ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৪ জুন থেকে। প্রথম দিনে ২৪ জুনের টিকিট দেওয়া হবে। আর সর্বশেষ ১৮ জুনে দেওয়া হবে ২৮ জুনের অগ্রিম টিকিট।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় রেলভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, পবিত্র ঈদুল আজহায় ঈদের বিশেষ ট্রেন চলবে ৮টি। এসব ট্রেনের টিকিট শুধুমাত্র অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। ঢাকা থেকে বর্হিগামী আন্তঃনগর ট্রেনের মোট ২৯ হাজার আসন হবে।
তিনি বলেন, ঈদের ফিরতি টিকিট দেওয়া হবে ২২ জুন থেকে। সেদিন কাটা যাবে ২ জুলাইয়ের টিকিট। ২৬ জুন পর্যন্ত কাটতে পারবে ফিরতি টিকিট। সেদিন দেওয়া হবে ৬ জুলাইয়ের অগ্রিম টিকিট।
আরও পড়ুন: সেপ্টেম্বরের মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চালু হবে: রেলমন্ত্রী
ঈদে স্বস্তির ট্রেন যাত্রায় মন্ত্রীর সন্তুষ্টি
৯৩৬ দিন আগে
নভোএয়ারের সব রুটের টিকিটে ১৫ শতাংশ মূল্যছাড়
দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সব রুটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড় ঘোষণা দিয়েছে।
পাশাপাশি কক্সবাজার রুটের যাওয়া-আসার টিকিট কিনলে সংস্থাটি দেবে দুই রাত হোটেলে ফ্রি থাকার সুবিধা। এছাড়াও স্মাইলস সদস্যদের জন্যও রয়েছে আকর্ষণীয় অফার।
অফারগুলো উপভোগ করতে ঢাকা ট্রাভেল মার্ট-২০২৩ এর নভোএয়ারের প্যাভিলিয়ন থেকে টিকিট ক্রয় করতে হবে।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আগামী ১৮ থেকে ২০ মে পর্যন্ত এই পর্যটন মেলা অনুষ্ঠিত হবে।
কক্সবাজারে দুই রাতের হোটেল ফ্রি অফারটি উপভোগ করতে নভোএয়ারের কক্সবাজার রুটে দুই জনের জন্য যাওয়া-আসার টিকিট ক্রয় করতে হবে এবং ২৫ জুনের মধ্যে ভ্রমণ করতে হবে।
আরও পড়ুন: কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালু হচ্ছে বৃহস্পতিবার
ভ্রমণ পিপাসুদের এ সুবিধা দিতে কক্সবাজারের ৯টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে নভোএয়ার।
হোটেলগুলোর মধ্যে রয়েছে- সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, লং বিচ হোটেল, হোটেল দি কক্স টুডে, সী-গাল হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, হোটেল সী প্যালেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল কল্লোল। এছাড়াও অন্যান্য হোটেলের সঙ্গেও নভোএয়ারের ভ্রমণ প্যাকেজ রয়েছে।
এদিকে নভোএয়ারের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’ মেম্বাররা মেলায় এসে টিকিট ক্রয় করলে মূল্যছাড় ছাড়াও ওয়ানওয়ে টিকিট কিনলে ১০০ বোনাস মাইলেজ ও ব্যাগেজে অতিরিক্ত পাঁচ কেজি ফ্রি সুবিধা পাবেন।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, যশোর, সৈয়দপুর, সিলেট, রাজশাহী এবং আন্তর্জাতিক গন্তব্য কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।
নভোএয়ার এর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন-১৩৬০৩ অথবা
ভিজিট করুন flynovoair.com
আরও পড়ুন: নভোএয়ারের বরিশাল রুটে ফ্লাইট শুরু ১ মার্চ
নভোএয়ারের যশোর-কক্সবাজার রুটে ফ্লাইট চালু
৯৫০ দিন আগে
মেট্রোরেলের টিকিট কাটার মেশিনে ৫০০ ও ১০০০ টাকার নোট দেয়া যাবে না
মেট্রোরেলের টিকিট কাটার সময় ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট মেশিনে দেয়া যাবে না। এছাড়া দেয়া যাবে না পুরনো কোনও নোট।
বৃহস্পতিবার ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক ইউএনবিকে এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা মেশিনে কমান্ড দিয়ে রেখেছি ৫০০ ও ১০০০ টাকা ছাড়া অন্য যেসব নোট রয়েছে সেগুলো দিয়ে টিকিট কাটতে হবে।
তিনি আরও বলেন, ৫০০ ও ১০০০ টাকা নোট ছাড়া এবং পয়সা ছাড়া যে কোনও নোট দিয়ে টিকিট কেনা সম্ভব হবে মেশিন ব্যবহার করে।
আরও পড়ুন: মেট্রোরেলের ভাড়া ৩০ শতাংশ কমানোর দাবি আইপিডি’র
তিনি বলেন, কেউ যদি পাঁচটি টিকেট কাটার জন্য মেশিনে টাকা দেন, তাহলে তিনি ৫০০ টাকা দিতে পারবেন। সে ব্যবস্থাপনার জন্য টিকেট কাটার তিনটি মেশিনের একটিকে সেভাবে কমান্ড দিয়ে রাখা হবে। সেখান থেকে একাধিক টিকেট কাটতে হলে, মিনিমাম পাঁচটি টিকিট কাটতে হলে ৫০০ টাকা দিয়ে কাটা সম্ভব হবে।
তিনি বলেন, অনেকেই পুরনো টাকা এবং ৫০০ বা এক হাজার টাকার নোট দিয়ে টিকেট কেনার কারণে মেশিনের সমস্যা দেখা দিয়েছে আজকে। আগামীকাল থেকে আবার এ বিষয়গুলো পর্যালোচনা করবো।
তিনি আরও বলেন, তবে যারা ৫০০ ও ১০০০ টাকার নোট মেশিনে দিয়েছিল টিকেট পাননি, তাদের টাকা ফেরত দেয়া হয়েছে।
আরও পড়ুন: মেট্রোরেলের জন্য বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে: ডিএমপি কমিশনার
মেট্রোরেলের ভাড়া বেশি না: কাদের
১০৮৮ দিন আগে
গুয়াংজু রুটে বিমানের তৃতীয় ফ্লাইটের টিকিট বিক্রি শুরু ১২ সেপ্টেম্বর
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটের আগামী ১৩ অক্টোবরের ফ্লাইটের টিকেট বিক্রি ১২ সেপ্টেম্বর শুরু হবে। ওই দিন বেলা ১১টা থেকে শুধু বিমান হোস্ট সিস্টেমে বিক্রির জন্য উন্মুক্ত করা হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রী/প্রতিষ্ঠান বা ট্রাভেল এজেন্টদের প্রয়োজনীয় ডকুমেন্টসহ বিমানের দেশে-বিদেশে অবস্থিত যেকোনো বিক্রয় কেন্দ্রে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো এবং কোভিড প্রটোকল নিশ্চিত হয়ে টিকেট সংগ্রহ করতে অনুরোধ করা যাচ্ছে।
আরও পড়ুন: ঢাকা-গুয়াংজু রুটে বিমানের ফ্লাইট চালু
আগামী ১৩ অক্টোবর বিমানের ফ্লাইট বিজি৩৬৬ স্থানীয় সময় সকাল ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে স্থানীয় সময় বিকাল ০৪টা ৪৫ মিনিটে। ফিরতি ফ্লাইট বিজি৩৬৭ স্থানীয় সময় সন্ধ্যা ০৭টা ৪৫ মিনিটে ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে রাত ০৯টা ৪৫ মিনিটে।
উল্লেখ্য, বিমানের ভাড়া বাজারের বর্তমান চাহিদার তুলনায় কম বিধায় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকেট বিক্রয় করা হবে। ঢাকা থেকে যাত্রার ক্ষেত্রে ইকোনমি ক্লাসের একমুখী সর্বনিম্ন ভাড়া এক হাজার ৫০০ মার্কিন ডলার থেকে শুরু করে দুই হাজার ৫০০ মার্কিন ডলার পর্যন্ত ধার্য করা হয়েছে। বিজনেস ক্লাসের একমুখী ভাড়া দুই হাজার ৮০০ মার্কিন ডলার থেকে শুরু করে তিন হাজার ২০০ মার্কিন ডলার পর্যন্ত ধার্য করা হয়েছে।
আরও পড়ুন: বিমানে পাইলট নিয়োগে দুর্নীতির অভিযোগে ব্যবস্থা নেয়া হবে: প্রতিমন্ত্রী
এছাড়া মূল ভাড়া ছাড়াও সকল ক্ষেত্রে টিকেটপ্রতি ট্যাক্স বাংলাদেশি টাকায় আট হাজার ৭৩৭ টাকা।
উল্লেখ্য, বাজারের চাহিদা অনুযায়ী প্রচলিত নিয়মে ভাড়া ক্রমান্নয়ে উর্ধমুখী হবে।
গুয়াংজু-ঢাকা রুটের ফিরতি ফ্লাইটের টিকেট বিমানের দেশি-বিদেশি বিক্রয় কেন্দ্রের পাশাপাশি বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকেও ক্রয় করা যাবে।
ফিরতি ফ্লাইটের ভাড়া বিমানের ওয়েবসাইটে উল্লেখ থাকবে।
আরও পড়ুন: চীনের গুয়াংজু রুটে বিমানের পরবর্তী ফ্লাইটের টিকিট বিক্রয় শুরু
১২০১ দিন আগে
রেলের অব্যবস্থাপনার বিষয়ে প্রতিবেদন দিতে ৭ দিন সময় পেল রেলওয়ে
ট্রেনের টিকিট কালোবাজারি ও ছাদে যাত্রী বহন বন্ধসহ অব্যবস্থাপনার বিষয়ে প্রতিবেদন দিতে এক সপ্তাহ সময় চেয়েছে রেলওয়ে। এ আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ আগামী রবিবার পর্যন্ত সময় দিয়েছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তিনি জানান, রেলওয়ের পক্ষে কমপ্লায়েন্স (প্রতিবেদন) দাখিলের জন্য এক সপ্তাহের সময় চেয়ে আবেদন করেছি। আদালত সময় দিয়ে আগামী রবিবার পরবর্তী দিন রেখেছেন।
রেলওয়ের অব্যবস্থাপনা বন্ধে ছয় দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনির বিষয়টি নজরে নেয়ার পর ২১ জুলাই হাইকোর্ট প্রতিবেদন চেয়েছিলেন। ওইদিন হাইকোর্ট ট্রেনের ছাদে যাত্রী বহন বন্ধ করতে বলেন। যদি বন্ধ না করা হয় তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দেয়া হয়।
রেলওয়ের সামগ্রিক অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে ৬ দফা দাবি নিয়ে ৭ জুলাই থেকে একক অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তিনি ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। তার ছয় দফা দাবিগুলো- সহজ ডটকম কর্তৃক যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে অথবা সহজকে বয়কট; টিকিট সিন্ডিকেট বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ; টিকিট কেনার ক্ষেত্রে সর্ব সাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ; ট্রেনের জনসাধারণের জানমালের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা; ট্রেনে ন্যায্যমূল্যে খাবার বিক্রি, বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ; ট্রেনের সিট সংখ্যা বা ট্রেনের সংখ্যা বাড়ানো; একইসঙ্গে সঠিক সেবার মান ও তথ্যের জবাবদিহিতা নিশ্চিতে শক্তিশালী মনিটরিং টিম গঠন। এছাড়া রনির অভিযোগের পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গত ২০ জুলাই রেলের টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সহজ ডটকমের বিরুদ্ধে গ্রাহক অবহেলার প্রমাণ পাওয়ায় দুই লাখ টাকা জরিমানা করে। গত ২৫ জুলাই রাতে রেলভবনে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিতের ঘোষণা দেন রনি।
আরও পড়ুন: রেলের অব্যবস্থাপনা: চলামান আন্দোলন স্থগিত করলেন রনি
রেলের প্রতিবাদ: কমলাপুর স্টেশনে ঢুকতে রনিকে বাধা
১২৩৯ দিন আগে