ঢাকা দক্ষিণ, ০১ জুন (ইউএনবি)- ঈদে ঘরমুখো যাত্রী পরিবহনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) ২১০টি লঞ্চ শনিবার সকাল থেকে দেশের ৩৭টি নৌরুটে চলাচল শুরু করেছে। আগামী ১২ জুন পর্যন্ত ঈদ ফেরত যাত্রীও পরিবহন করবে এসব লঞ্চ।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ঢাকা, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, মুলাদী, বরগুনা, পিরোজপুর, ভান্ডারিয়া, বাগেরহাট, গৌরনদী, রায়েন্দা, শরিয়তপুর, গোসাইরহাট, রাঙ্গাবালী, ডামুড্যা, মাদারীপুর, টরকী হিজলাসহ ৩৭টি নৌরুটে ঈদ স্পেশাল সার্ভিসের জন্য বিআইডব্লিউটিএ রকেট টার্ন, গাজী, নেপচা, বাংঙ্গালীসহ ২১০টি লঞ্চ সার্ভিস দিয়েছে।
এসব লঞ্চ আগামী ১২ জুন পর্যন্ত ৬০ থেকে ৭০ লাখ যাত্রী আনা নেওয়ায় নিয়োজিত থাকবে।
বিআইডব্লুটিএ’র পরিচালক শফিকুল ইসলাম বলেন, ঘরমুখো যাত্রীদের ঈদে নিরাপদে বাড়িতে পৌঁছানো এবং ঈদ শেষে রাজধানীতে পৌঁছাতে বিআইডব্লিউটিএ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত যাত্রীবাহী লঞ্চ যাতে নিরাপদে চলাচল করতে পারে সেজন্য পর্ণোবাহী জাহাজ ও সব ধরনের কার্গো রাতের বেলা চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, কোনো লঞ্চ যেন অতিরিক্ত যাত্রী বহন না করতে পার বিআইডব্লিউটিএ ও নৌপুলিশ ঢাকা, চাঁদপুর বরিশালসহ সব লঞ্চ টার্মিনালে বিশেষ নজরদারি করবে।
এদিকে শনিবার সকালেই দেখা গেছে ঢাকার নৌটার্মিনালগুলোতে ঈদে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড়।