বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আগামী চার বছরের জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে সপরিবারে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক-নার্সসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে বরণ করেন।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। এ ছাড়া ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।