গত ২০ ফেব্রুয়ারি চকবাজারের ভয়াবহ আগুনে ৭১ জন নিহত হওয়ার ঘটনার জেরে শুরু হওয়া অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়।
পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের টাস্কফোর্স সকালে সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে।
দুপুর ২টার দিকে দক্ষিণের মেয়র সাঈদ খোকন টাস্কফোর্সের সাথে যোগ দেন এবং বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।
চকবাজার পুলিশ জানায়, সিটি করপোরেশনের দল সকালে জয়নাগ সড়কে একটি আবাসিক ভবনে রাসায়নিক গুদামের সন্ধান পায়। তারা ভবনটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিতে গেলে এলাকাবাসী রুখে দাঁড়ায়, এতে টাস্কফোর্স অভিযান বন্ধ রাখতে বাধ্য হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বিস্ফোরক অধিদপ্তর, ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।