রাজশাহী, ১৫ জানুয়ারি (ইউএনবি)-রাজশাহীর চারঘাট উপজেলা সীমান্তে সোমবার রাতে বিজিবি সদস্যদের ফাঁকা গুলিতে ভারতীয় চোরাকারবারীরা অস্ত্র ফেলে পালিয়ে গেছে।
এসময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবির সদস্যরা।
মঙ্গলবার বিজিবির-১ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সোমবার মধ্যরাতে বিজিবির একটি দল চারঘাটের নিচে পদ্মা নদীর চর মমতার কলাবাগান এলাকায় ওঁৎ পেতে থাকে। এসময় ভারত থেকে অবৈধভাবে ৪-৫ জনের একটি চোরাকারবারী দল বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবি ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে চোরাকারবারীরা একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে বিজিবি। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।