দিনাজপুর, ৩১ আগস্ট (ইউএনবি)- দিনাজপুরের বিরামপুরে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে এমদাদ হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার পলাশবাড়ি লেভেল ক্রসিংয়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার পকেটে একতা এক্সপ্রেসের একটি টিকিট পাওয়া গেছে।
নিহত এমদাদ নবাবগঞ্জ উপজেলার কেন্দুয়া মালিপাড়া গ্রামের ওমর আলীর ছেলে।
এমদাদের স্ত্রী হাছেনা বেগম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কাজের উদ্দেশে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন এমদাদ। তিনি রাতে ট্রেনে করে ঢাকা যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন বলে ধারণা স্ত্রীর।
হিলি জিআরপি পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম বলেন, পরিবারের লোকজন এসে লাশ নিয়ে গেছেন। তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি।