একজনের মরদেহসহ মোট ১৫৮ জন বাংলাদেশি নাগরিকের মালয়েশিয়া থেকে বুধবার দেশে ফিরে আসার কথা রয়েছে।
আন্তর্জতিক ফ্লাইট স্থগিতের মধ্যেও জিডি সহায়তার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়, কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সেখানে আটকা পড়ে বাংলাদেশিদের সরিয়ে নেয়ার ব্যবস্থা করছে।
তাদেরকে ফিরিয়ে আনার জন্য একটি যাত্রীবাহী চার্টার্ড বিমান ভাড়া করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
ফ্লাইটে ১৫৭ বাংলাদেশির সাথে একজনের মরদেহও রয়েছে।