রবিবার বিকাল থেকে রাজধানীতে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে অনেক এলাকায় পানি জমে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
আবাহওয়া অধিদপ্তর বলছে, রাজধানীতে দুপুর ১২টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবাহওয়া অধিদপ্তরের সর্বশেষ (রাত সাড়ে ৮টা) বুলেটিনে বলা হয়, আগামী ৬ ঘণ্টার মধ্যে ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অপরদিকে রবিবার রাত ১টা পর্যন্ত অপর এক পূর্বাভাসে বলা হয়- কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং সিলেটের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া, দেশের অন্যত্র দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।