খুলনায় বিভিন্ন অনলাইন বেটিং (জুয়া) অ্যাপসের মাধ্যমে অবৈধভাবে ডলার ও দেশীয় অর্থ লেনদেনের অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
বটিয়াঘাটা উপজেলার ধাদুয়া বাজার এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন- নাজমুল শেখ, রাফেজ শেখ, ইসমাইল হোসেন, মিফতাহুল শেখ, লোকমান উদ্দিন শেখ, সালাউদ্দিন শেখ, তামিম মোল্লা ও হোসেন শেখ।
এসময় তাদের কাছ থেকে ৮টি স্মার্ট মোবাইল ফোন এবং ১৬ টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে নবীকে (সা.) কটূক্তির অভিযোগে আটক ১
বৃহস্পতিবার র্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে বেটিং (জুয়া) ওয়েবসাইট ব্যবহার করে আটকরা ই-ট্রানজেকশনের মাধ্যমে অবৈধ লেনদেন করে আসছিলেন।
তারা বিকাশ, নগদ, রকেট, ইউপে এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে অর্থ সংগ্রহ করে ওই ব্যক্তিদেও পক্ষে বেটিং করতেন।
তাদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা হয়েছে।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে ১.২২ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ১