ঢাকা, ০৭ মার্চ (ইউএনবি)- বেতন বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার সকালে রাজধানীর সাতরাস্তা মোড় অবরোধ করেছেন পোশাক কারখানার কয়েকশ’ শ্রমিক।
এতে ব্যস্ত ওই সড়কের যান চলাচল প্রায় দেড় ঘণ্টা পর্যন্ত বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
তেজগাঁও শিল্প এলাকার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জানান, স্ট্যান্ডার্ড গ্রুপসহ বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সকাল ৮টার দিকে কাজ বন্ধ করে রাস্তায় অবস্থায় নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাখালী-মগবাজার সড়ক ও এর আশপাশের এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।
ওসি আরও জানান, বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন ধরে শ্রমিকরা বিক্ষোভ করছেন। সকালে কারখানার মূল প্রবেশপথ বন্ধ দেখতে পেয়ে তারা রাস্তায় নেমে আসেন।
এদিকে দিনের গুরুত্বপূর্ণ সময় তীব্র যানজট সৃষ্টি হওয়ায় অফিস ও স্কুল-কলেজগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
সাড়ে ৯টার দিকে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।