বেনাপোল, ১৩ সেপ্টেম্বর (ইউএনবি)- ভারতে যাওয়ার সময় বেনাপোল থেকে ১৮ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে চারজন নারী, চারজন পুরুষ ও বাকিরা শিশু।
বৃহস্পতিবার বিকালে আমড়াখালি এলাকার একটি বাস থেকে তাদের আটক করা হয়।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, বেনাপোল সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের ভারতে পাচারের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা আমড়াখালি এলাকায় অভিযান চালায়। এসময় বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাস থেকে ১৮ জন রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষকে আটক করা হয়।
আটকদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর এবং এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলেও জানান আরিফুল হক।