বেসরকারি কোম্পানিগুলোর এলপিজি গ্যাসের দাম পুনরায় নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পহেলা জনু থেকে এ আদেশ কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী বর্তমান মূল্য ৯০৬ টাকার পরিবর্তে ৮৪২ টাকায় বিক্রি হবে।
বেসরকারি কোম্পানিগুলোর ১২ কেজি ওজনের একটি এলপিজি গ্যাস সিলিন্ডার।
আরও পড়ুন: ২০ নয়, এক জায়গায় সব সুবিধা পাবে এলপিজি ব্যবসায়ীরা
নিয়ন্ত্রক কমিটি সৌদি চুক্তি মূল্যের (সিপি) সাথে মিল রেখে পুনরায় এই দাম নির্ধারণ করেছে।
তবে সরকারি মালিকানাধীন কোম্পানীর ১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৫৯১ টাকা অপরিবর্তীত থাকবে। এর সাথে সৌদি চুক্তি মূল্যের কোনও সম্পৃক্ততা নেই।
পুননির্ধারিত দামে ভ্যাটসহ প্রতি কেজি এলপি গ্যাসের দাম ধরা হয়েছে ৭০.১৭ টাকা, এছাড়াও অন্যান্য ভারী কন্টেইনারের ক্ষেত্রেও এই দাম প্রযোজ্য হবে।
আরও পড়ুন: প্রথমবার এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করল সরকার
এছাড়া অন্যান্য পরিমাণের এলপি গ্যাসের দাম যুক্তিসঙ্গতভাবে নির্ধারিত কম দামে বিক্রি হবে।
দাম সম্বন্বয় প্রক্রিয়ার অংশ হিসেবে অটো গ্যাসের লিটার প্রতি বর্তমান দাম ৪৪.৭০ টাকার পরিবর্তে ৪১.৪৭ টাকা পুননির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১২ এপ্রিল সরকার প্রথমবারের মতো এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করে দিয়েছিলো।