ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পূর্বে জারি করা নির্দেশিকা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুসরণ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
বৃহস্পতিবার বিবির পেমেন্ট সিস্টেম বিভাগ করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ব্যাংকগুলোকে এই নির্দেশিকা অনুসরণ করতে বলেছে।
এর আগে ২৪ জানুয়ারি থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে ব্যাংকগুলোকে সরকারের নির্দেশনা অনুসারে অর্ধেক জনবল নিয়ে কাজ পরিচালনা করতে বলেছিল কেন্দ্রীয় ব্যাংক।
আরও পড়ুন: ৩০টি আর্থিক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব
কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট তত্ত্বাবধান বিভাগ নির্দেশিকা জারি করেছে যে, স্বাস্থ্যবিধি মেনে রোস্টারের মাধ্যমে অর্ধেক কর্মী নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা উচিত।
তবে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা চালু রাখার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রয়োজনে সিদ্ধান্ত নিতে পারবে বলে বলা হয়েছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় নির্দেশটি নতুন করে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশিকা অনুসারে, অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অবশ্যই টিকার ডোজ সম্পন্ন করতে হবে।
বাড়ি থেকে কাজ করা কর্মকর্তা, কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলের সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন এবং ভার্চুয়ালি অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করবেন (ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য উপায়ে)।
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা, কর্মচারীকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাছাড়া সেবা নিতে আসা গ্রাহকদের অবশ্যই মাস্ক পরতে হবে।
এছাড়াও এটিএম আউটলেট ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে পর্যাপ্ত অর্থ রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: ১২ কেজি সিলিন্ডারের দাম ৬২ টাকা বাড়ল