আশুগঞ্জের তালশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সামারের ৩টি পুকুরে এ মাছ নিধনের ঘটনা ঘটেছে।
চেয়ারম্যান মো. আবু সামার দাবি করেন, বিষ প্রয়োগে তার ৩টি পুকুরের প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পুকুর পরিচালনাকারী সাচ্চু মিয়া বলেন, ‘সকালে পুকুরের মাছ ভেসে উঠতে দেখে স্থানীয়রা আমাকে খবর দেয়। পরে পুকুরের পাড়ে গিয়ে দেখি মাছ মরে ভেসে উঠছে। ২টিতে মাছের পোনা ও ১টিতে বিভিন্ন জাতের মাছ চাষ করা হয়েছিল।’
তালশহরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সামা বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকে আমার পরিবারের ওপর নানাভাবে হত্যা চেষ্টা চলছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে এক মাস আগে আমার গাড়িতে গুলি করে পরিষদের গ্রাম পুলিশকে হত্যা করে। পরিকল্পনার অংশ হিসেবে আমাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ করার উদ্দেশে একটি মহল পুকুরে বিষ ঢেলে সকল মাছ নিধন করেছে। এখন আমিসহ আমার পরিবারের মধ্য আতংক বিরাজ করছে।’
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, বিষ প্রয়োগে মাছ নিধনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।