কুমিল্লা, ৩১ মে (ইউএনবি)- কারা নির্যাতিতা ভাষা সৈনিক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম নারী শিক্ষক প্রফেসর লায়লা নূর মারা গেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
শুক্রবার সকাল সোয়া ৯ টায় কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লায়লা নূর।
গত ২৮ মে রাতে নগরীর প্রফেসর পাড়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে নগরীর সিডিপ্যাথ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
প্রফেসর লায়লা নূর ১৯৩৪ সালের ৫ অক্টোবর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ২০১৪ সালে তিনি অনন্যা শীর্ষ দশ নারী পদক পান।
লায়লা নূর ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী থাকাকালীন সময়ে ভাষা আন্দোলনের পক্ষে মিছিল করায় গ্রেপ্তার হন এবং ২১ দিন কারাভোগ করেন। তিনি ১৯৫৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে প্রথম নারী শিক্ষক হিসেবে ইংরেজি বিভাগে যোগ দেন ও ১৯৯২ সালে অবসর গ্রহণ করেন।
আজ বাদ আছর নগরীর ধর্মপুর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে গাজীবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হবে।