ঢাকা, ২৩ জানুয়ারি (ইউএনবি)- বরিশালে ভিজিডির (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) চাল আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সদর উপজেলার ৮নং ইউনিয়নের চেয়ারম্যান মো. আমানুল্লাহকে বুধবার সকালে বরিশাল শহরের চৌমাথা থেকে গ্রেপ্তার করা হয়।
দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ২৭ নভেম্বর ইউপি চেয়ারম্যানসহ দুজনকে আসামি করে মামলাটি করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাসেম কাজী।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ভিজিডি কার্ডধারী স্থানীয় ২৫১ জনকে ২০ কেজি করে কম চাল দিয়ে ৫ দশমিক ০২ মেট্রিকটন চাল আত্মসাৎ করেন। যার মূল্য এক লাখ ৮২ হাজার ৪২৬ টাকা।