মাগুরা ১৪ সেপ্টেম্বর (ইউএনবি)- মাগুরা জেলার শালিখা উপজেলায় শুক্রবার সকালে শতখালী গ্রাম থেকে অজ্ঞাত ব্যক্তির (৪৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। ঘটনাস্থল গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে। পুলিশের তদন্ত চলছে, বলেন ওসি।