মাগুরা পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এসব হতাহতের ঘটনা ঘটে।
এদিন জেলার মহম্মদপুর উপজেলার নহাটা গ্রামে সকাল ৭টার সময় দ্রুতগামী বেবী ট্যাক্সির ধাক্কায় বাইসাইকেল চালক তোবারক মোল্লা(৪০) নিহত হয়েছেন।
আরও পড়ুন: ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুরহান আলী জানান, নহাটা ইটভাটার শ্রমিক তোবারক মোল্লা আজ সকাল বেলা নিজ গ্রামের বাড়ী নহাটা থেকে কর্মস্থলে নহাটা ইসভাটায় সাইকেলে যাবার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বেবী ট্যাক্সি তাকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায। তার স্ত্রী ও তিনকন্যা রয়েছে। এ ব্যাবারে থানায় মামলা হযেছে।
অপর দিকে শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামের দক্ষিণ পাড়া নসিমনের (স্থানীয় বাহন) চাপায় নিহত হয় ছোট্ট শিশু মরিয়ম। ১৮ মাস বয়সী মরিয়ম মুরাদ হোসেনের মেয়ে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাছলিম হোসেন জানান, আজ সকাল ১০টার দিকে মরিয়ম বাড়ির পার্শ্ববর্তী রাস্তার উপর খেলার সময় দ্রুত গতির একটি নসিমন তাকে চাপা দেয়। গাড়ির চাকা তার পেটের উপর দিয়ে উঠে গিয়েছিল।
নসিমনটিতে ৪০ মন চাউল ছিল এবং পরিবহনটির ব্রেক যথাযথ ছিল না বলে স্হানীয় লোকজন জানান।
এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু