ময়মনসিংহের ফুলপুর ও ধোবাউড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ফুলপুর পৌরসভার গোদারিয়া গ্রামে এবং ধোবাউড়ার এরশাদ বাজার-ঘোঁষগাও সড়কের চন্দ্রঘোনা নামক স্থানে এই দুর্ঘটনাদুটি ঘটে।
নিহতরা হলেন—ঘোঁষগাও ভালুকাপাড়া গ্রামের লাল মিয়া (৪০) ও গোদারিয়া গ্রামের এহসানুল হকের একমাত্র ছেলে আল মুবিন (১০)।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ (রবিবার) দুপুরে বাড়ির কাছে বাইসাইকেল চালাচ্ছিল মুবিন। এ সময় দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
অপরদিকে, ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, বিকালে চন্দ্রঘোনায় মোটরসাইকেলআরোহী লাল মিয়াকে একটি বালু ভর্তি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
দুর্ঘটনার পর ট্রাকদুটি জব্দ করা গেলেও চালকরা পালিয়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।