মাগুরায় মেহেদী হাসান পাভেল হত্যা মামলার রায়ে এক আসামিকে ফাঁসি এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে মুক্তিযোদ্ধা সেলিম আজাদকে মৃত্যুদণ্ড, রুমানা পারভীন, আবির হোসেন, মোমেনা খাতুন, জাকির হোসেন, সাইদুর রহমান ও খালিদ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
মামলার আসামি পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট রোকনুজ্জামান ও বাদী পক্ষে ছিলেন এডভোকেট আবু বক্কর।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মাগুরার মহম্মদপুর উপজেলার জোকা গ্রামের মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজুর ছেলে মেহেদী হাসান পাভেল (২২) এর সঙ্গে আসামি সেলিম আজাদের কন্যা লিমা পাবভীনের প্রেমের সম্পর্ক নিয়ে ২০১২ সালের ২৬ আগস্ট মুক্তিযোদ্ধা রেজাউর রহমানের ছেলে মেহেদী হাসান পাভেল খুন হয়।
এ ঘটনায় একই সালের ২৭ আগস্ট মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু বাদী হয়ে আটজনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ শুনানি সাক্ষ্য প্রমাণাদি গ্রহণের পর এ রায় ঘোষণা করেন আদালত।
আরও পড়ুন: মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু