মানিকগঞ্জ, ১৯ নভেম্বর (ইউএনবি)- মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ঘিওর উপজেলা থেকে সোমবার অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বেলা দেড়টার দিকে উপজেলার বাগবানিয়াজুরী এলাকার শ্মশানঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘিওর থানার ওসি রবিউল ইসলাম জানান, স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে। যুবকের পরনে জিন্সের প্যান্ট ও খয়েরি রংয়ের শার্ট ছিল।
ওসি জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথাও তাকে শ্বাসরোধে হত্যা করে এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।