মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় তারা ঢাকা-কুয়ালালামপুরের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পদক্ষেপগুলো চিহ্নিত করেন এবং বিভিন্ন খাতে অগ্রগতি পর্যালোচনা করেন।
সীমিত পরিসরের এবং প্রতিনিধি পর্যায়ের উভয় বৈঠকেই তারা বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম, শিক্ষা এবং পর্যটন খাত নিয়ে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুর মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ও আলোচনায় অন্তর্ভুক্ত ছিল।
আরও পড়ুন: কুয়ালালামপুরে ড. ইউনূস: মঙ্গলবার আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক
পরে সমঝোতা স্মারক সই ও ‘নোট অব এক্সচেঞ্জ’ বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে দুই নেতার। এরপর তারা যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।