শনিবার সকাল ১০টার দিকে ফরিদগঞ্জ উপজেলার চরভাগল গ্রামে আল আমিনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আল আমিনের বাবা মাওলানা আমির হোসেন বলেন, ‘অত্যন্ত কষ্ট করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। কিন্তু আজ আমার ছেলে লাশ হয়ে বাড়ি ফিরল। যে টাকা ঋণ করে ছেলেকে পাঠিয়েছিলাম তা পরিশোধ করার মতো অবস্থা আমার নেই। আমি বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের কাছে সহায়তার দাবি জানাই।’
ছেলের লাশ ঠিকভাবে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান আমির হোসেন।
অপর দিকে হাজীগঞ্জ উপজেলার দেবীপুর গ্রামে বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মো. সোহেলকে দাফন করা হয়।
শুক্রবার মধ্যরাতে সোহেল ও আল আমিনের লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
গত ৭ এপ্রিল মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরের কাছে বিদেশি শ্রমিকদের বহনকারী একটি বাস দুর্ঘটনার শিকার হয়। এতে ৫ বাংলাদেশি নিহত হন।