ঢাকা, ২১ মার্চ (ইউএনবি)- ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (প্রেস) হিসেবে শামীম আহমদের নিয়োগ আরও এক বছর বাড়িয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় তার চুক্তিভিত্তিক নিয়োগ বাড়ানো নিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে।
সরকার শামীম আহমদকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (প্রেস) হিসেবে দুই বছরের জন্য ২০১৪ সালের অক্টোবরে নিয়োগ দেয় এবং পরে তার মেয়াদ দুই বছর বাড়ানো হয়।