নগরীর শেওড়াপাড়ায় গ্যাস পাইপলাইনে আগুন লাগার পর থেকে পুরো মিরপুর ও শেওড়াপাড়া, কাজিপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, কল্যাণপুর, শ্যামলি ও ধানমন্ডিতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।
তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মোহাম্মদ আল মামুন জানান, শেওড়াপাড়ায় একটি ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে আগুন লেগেছিল। ঢাকা ওয়াসার পানি নিষ্কাশন লাইন স্থাপনের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।
ওয়াসার ঠিকাদারের শ্রমিকরা পানির পাইপলাইনের কাজ করার সময় তাদের অযত্নে গ্যাস পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়।
মামুন ইউএনবিকে বলেন, ‘শুক্রবার ভোর ৪টা ৪৫ মিনিটে গ্যাস পাইপলাইনে আগুন লাগার ঘটনা ঘটে।’
পরে লাইনটি মেরামতের জন্য সেখানে জেলা নিয়ন্ত্রক স্টেশন (ডিআরএস) থেকে গ্যাস সরবরাহ বন্ধ ছিল এবং লাইনটি ঠিক করতে প্রায় ৫ ঘণ্টা সময় লেগেছে।
এদিকে, শুক্রবার প্রায় ৮ ঘণ্টা গ্যাসের লাইন সংযোগ বিচ্ছিন্ন থাকায় বৃহত্তর মিরপুর, ধানমন্ডি ও মোহাম্মদপুরের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।