সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার এক শোকবার্তায় তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে আবু ওসমান চৌধুরীর বীরত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা বাস্তবায়ন এবং দেশ ও জাতির কল্যাণে এই বীর সেনানীর অনবদ্য ভূমিকা সবসময় আমাদের প্রেরণা যোগাবে।’
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
শনিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযোদ্ধা আবু ওসমান চৌধুরী।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মহান মুক্তিযুদ্ধের সময় আবু ওসমান চৌধুরী সম্মুখ যুদ্ধে লড়াই করেছিলেন এবং ৮ নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন।
সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।