শনিবার ঢাকার কেরানীগঞ্জে তার নির্বাচনী এলাকার ৮টি ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
বর্তমানে ৯৭ ভাগ মানুষ বিদ্যুত ব্যবহারের সুযোগ পাচ্ছে জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মুজিব বর্ষেই শতভাগ এলাকাকে বিদ্যুতায়নের আওতায় আনতে চাই।’
তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহারের সুবিধা পেলে জনগণ সব ধরনের অনলাইন-ভিত্তিক সেবা গ্রহণের সুবিধা নিতে পারবে।’
নসরুল হামিদ বলেন, ইন্টারনেট ব্যবহার করে জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার পদক্ষেপ নেয়া হয়েছে।গ্রামাঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আইসিটি বিভাগের যে ভূমিকা রাখছে তার প্রশংসাও করেন তিনি।
তিনি বলেন, ‘দেশের গ্রামীণ এলাকার মানুষ ইন্টারনেট সুবিধা ও সেবার পাওয়ার ফলে এখন পুরো বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করতে পারছে।’
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।