পৌষ মাসে শীতের পিঠা থেকে বঞ্চিত কারাবন্দী কয়েদিদের ভাপা পিঠা খাওয়ার ইচ্ছা পূরণে এক ব্যতিক্রমী উৎসব পালন করল মেহেরপুর কারা কর্তৃপক্ষ।
শনিবার সকালে শীতের পিঠাপুলি উৎসবের মাধ্যমে জেলখানায় বন্দী ১০ জন নারীসহ মোট ২৩৬ জন কয়েদিকে শীতের পিঠা খাওয়ানো হয়। এতে কয়েদিরা খুব খুশি। বন্দীদের মুখে একটু হলেও হাসি ফুটাতে পেরে গর্বিত কারা কর্তৃপক্ষ।
মেহেরপুর জেল সুপার এ এস এম কামরুল হুদা বলেন, শীতের পিঠা থেকে কয়েদিদের বঞ্চিত করতে কষ্ট লাগছিল। তাই বিশেষ উদ্যোগ হিসেবে শীতের পিঠা তৈরি করে কয়েদিদের মাঝে বিতরণ করা হয়। এসব কয়েদিরা শীতের পিঠা পেয়ে খুবই আনন্দিত। আমরাও মানবিক দায়বোধ থেকে একটু হলেও প্রশান্তি পাচ্ছি।
এদিকে মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি ও কারাগারের বাইরে আসা বন্দীদের পরিবারের সদস্যরা জেল কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
এ সময় জেলা কারাগারের জেলার শরিফুল আলমসহ কারাগারের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।