মেহেরপুর
মেহেরপুরে ইসলামী এজেন্ট ব্যাংকে চুরি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বামন্দী এজেন্ট শাখায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। ব্যাংকটির শাখার ভল্ট ভেঙ্গে থেকে ৮ লাখ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোরচক্র।
সোমবার (৩ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময় ব্যাংকের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে চোররা।
খবর পেয়ে মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল ও জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: চুরির কার্ড দিয়ে লটারি জিতে বিপাকে ফ্রান্সের বিখ্যাত চোরেরা
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানিয়েছেন, গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড সংলগ্ন নজরুল টাওয়ারে ততৃীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্টে ব্যাংকের গ্রীল ও ভল্ট কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে।
ইসলামী ব্যাংক বামন্দী এজেন্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক জানিয়েছেন, সোমবার ব্যাংকের কাজ শেষ করে ৮ লাখ ১০ হাজার টাকা ব্যাংকের ভোল্টে রেখে ব্যাংক বন্ধ করে কর্মরর্তরা সবাই চলে যান। আজ সকাল ৯টার দিকে ব্যাংকের ক্যাশিয়ার ব্যাংকে প্রবেশ করে দেখেন জানালার গ্রীল কাটা দ্রুত ভল্টকক্ষে গিয়ে দেখেন ভল্ট কেটে টাকা নিয়ে গেছে। সিসিটিভি ক্যামেরার ডিভিয়ারও নিয়ে গেছে চোররা। তবে, গ্রাহকের কোনো টাকা খোয়া যায়নি বলে জানান তিনি। গ্রাহকের লেনদেন ঠিকমত হবে।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করা হয়েছে। তবে, ব্যাংকের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার ঘাটতি রয়েছে।
৪৪ দিন আগে
মেহেরপুরে বোরো চাষে সার-কীটনাশক নিয়ে চিন্তায় কৃষকরা
মেহেরপুরের ৩ উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে ১৯ হাজার ৪২৭ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই আবাদের লক্ষ্যমাত্রা পুরণ করতে জেলায় ৯৭৮ হেক্টর জমিতে বীজতলা তৈরি হয়েছে। জেলা কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এরই মধ্যে ২০ শতাংশ জমিতে ধানের চারা রোপণ সম্পন্ন হয়েছে।
মেহেরপুর জেলা কৃষি অফিস জানায়, শীত ও ঘন কুয়াশার মধ্যেও কৃষকরা ইরি-বোরো চাষে মনোযোগী হয়েছেন। ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। কৃষকরা ভোর থেকে দুপুর পর্যন্ত ঠান্ডা পানিতে নেমে বীজ তোলার পাশাপাশি জমি প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন।
এছাড়া আগাম আলু উত্তোলনের পর ফাঁকা জমিতে ইরি-বোরো ধানের চারা রোপণ চলছে। গ্রামে গ্রামে চলছে উৎসবমুখর পরিবেশ। কৃষি বিভাগের মাঠকর্মীরা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন।
কৃষি বিভাগ জানায়, এবার হাইব্রিড ও উপশী জাতের ধানের চাষে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ব্রি-২৮, ব্রি-৬৩, ৫০, ৫৮, ৭৪, ৮৯ সহ স্থানীয় জাতের ধান চাষ করা হচ্ছে। হাইব্রিড এবং উপশী জাতের ধান চাষের লক্ষ্যমাত্রা ১৯ হাজার ৩২৭ হেক্টর জমিতে।
কৃষকদের মতে, বীজ, সার এবং শ্রমিকের মূল্য বৃদ্ধি চাষাবাদে কিছুটা চ্যালেঞ্জ তৈরি করছে। তবে আগাম চারা রোপণ এবং সঠিক পরিচর্যার কারণে ফসল উৎপাদনে ভালো ফল আশা করা হচ্ছে।
কৃষি বিভাগের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার জানান, এবছর আবহাওয়া ও বীজ ভাল থাকায় চাষীদের বীজতলার অবস্থা ভালো। অনুকূল আবহাওয়া ও কৃষি উপকরণের প্রাপ্যতায় নিধার্রিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকদের রঙিন স্বপ্ন নতুন ফসলের ফলনে গোলা ভরার। সঠিক ব্যবস্থাপনা থাকলে এ মৌসুমে বাম্পার ফলন নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
গাংনীর বাওট গ্রামের কৃষক ছাদ আলী জানান, এবছর আবহাওয়া ভাল ও বীজও ভাল পাওয়া গেছে তাই ফলনও ভালো হবে। গতবছর আবহাওয়া খারাপ ছিল বীজও খারাপ ছিল তাই চাষিরা ধান চাষে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।
শুকুরকান্দি গ্রামের আমির হামজা জানান, ধান চাষ করতে প্রথমেই কৃষক হোঁচট খাচ্ছে। খুচরা সারের দোকানগুলোতে বেশি দাম দিয়ে সার কিনতে হচ্ছে। এছাড়া কীটনাশকের দামও লাগামহীনভাবে বৃদ্ধি হয়েছে। সার কীটনাশকের দোকানগুলোতে সার মিলছে না। অথচ, অতিরিক্ত দাম দিলেই তারা সার বের করে দিচ্ছেন।
গাংনীর মাইলমারী গ্রামের কৃষক নুরুল ইসলাম বলেন, রাসায়নিক সারের কোনো সংকট আছে বলে আমি মনে করি না। যে সারের দাম ১ হাজার টাকা। দোকানদারকে নির্ধারিত দাম দিলে সার পাওয়া যাচ্ছে না। অথচ, ১ হাজার ৪০০ টাকা দিলে পাওয়া যাচ্ছে। তাই কৃষি বিভাগ ও প্রশাসনের উচিৎ নিয়মিত তদরকি (মনিটরিং) করা। নাহলে কৃষকরা এবার ধানের আবাদ করতে গিয়ে মরে যাবে।
আরও পড়ুন: দেশ থেকে সার সংকট জাদুঘরে পাঠানো হবে: কৃষি সচিব
৭৫ দিন আগে
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত জামায়াত নেতার মৃত্যু
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত হাফেজ শেখ মোমিনুল ইসলাম (৫৫) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২৭ জানুয়ারি) রাত ৭টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মোমিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন, শ্রমিক কল্যাণ ফেডারশনের সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন শাখার সভাপতি ও খোকসা গ্রামের মৃত আলেম শেখের ছেলে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মেসবাহ উদ্দীন জানান, রবিবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার চাঁদবিল ইম্প্যাক্ট হাসপাতালের সামনে তার মোটরসাইকেলকে একটি লাটাহাম্বা ধাক্কা মারে।
এতে রাস্তার ওপর ছিটকে পড়ে হাফেজ মোমিনসহ গাংনী উপজেলার মালসাদাহ গ্রামের সানিক হোসেন নামের আরেকজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তাদের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। সেখানেও তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন চিকিৎসক। আজকে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অপর আহত সানিক বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন।
ওসি সেখ মেসবাহ উদ্দীন আরও জানান, এ ঘটনার পরে স্থানীয়রা লাটাহাম্বার হেলপার সামছুলকে আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক সামছুল মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের বদরুদ্দিনের ছেলে।
৭৯ দিন আগে
মেহেরপুরে ৪৯ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ২
মেহেরপুরের গাংনীতে ফেনসিডিল বহন করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৯ বোতল ফেনসিডিল জব্দের দাবি করেছে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা।
সোমবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার বামন্দী-দেবীপুর সড়কের মাঝখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকেরা হলেন- ওই উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের ভ্যানচালক মো. লালন হোসেন (২৫) ও একই এলাকার ওয়েল্ডিং মিস্ত্রি মো. শান্ত ইসলাম (১৭)।
আরও পড়ুন: বেনাপোলে মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বামন্দী পুলিশ ক্যাম্প উপপরিদর্শক (এসআই) মো. মহিবুল হক বলেন, ‘সোমবার বিকালে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া বামন্দী সড়কের দেবীপুরে লালন হোসেন ও শান্ত ইসলাম নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।’
এ সময় তাদের কাছ থেকে ৪৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ফেনসিডিল পাচার কাজে ব্যবহৃত পাখি ভ্যানটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: মেঘনায় ট্রলারসহ ৫০ মণ জাটকা জব্দ, আটক ৯
৮৬ দিন আগে
মেহেরপুরে সড়কে আহত ডিসি অফিস কর্মকতার চিকিৎসাধীন মৃত্যু
মেহেরপুরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে আহত জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের কর্মকর্তা এম আসাদুল ইসলাম জিকো (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে মুজিবনগর থেকে মোটরসাইকেল করে তার সহকর্মীর সঙ্গে মেহেরপুর ফেরার সময় কেদারগঞ্জ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখান থেকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও পরে ঢাকার বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে নেওয়া হয়। দুদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার (৫ জানুয়ারি) মধ্যরাতে তিনি মারা যান।
নিহত এম আসাদুল ইসলাম জিকো (৪০) জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার গোপনীয় শাখার সহকারী এএস। তিনি মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ হোসেনের ছেলে এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
সড়ক দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানের চালককে আটক ও পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়েছিল মুজিবনগর থানা পুলিশ। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলাও হয়েছে।
গাঁড়াডোব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানে বিএনপি নেতা আখেরুজ্জামান জানান, আসাদুল ইসলাম জিকোর বাবা মা মারা যাওয়ার পর গাঁড়াডোব গ্রামে তার শশুর নজরুল ইসলামের বাড়িতেই থাকতেন। সোমবার (৬ জানুয়ারি) বাদ জোহর তার জানাযা শেষে গাঁড়াডোব কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।
এদিকে জিকোর মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দিচ্ছেন তার সহকর্মীরা।
তারা লিখেছেন, চাকুরী জীবনে অফিসিয়াল কাজে কর্মে তার আচার-আচরণ ভাল ছিল। আমাদের সঙ্গে সব সময় হাসি মুখে কথা বলতেন। আল্লাহর কাছে জিকুর জন্য দোয়া করি, আল্লাহ যেনো তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত এ এস এম আসাদুল ইসলাম জিকোর মৃত্যুতে শোক জানিয়েছেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত শেহনাজ।
১০১ দিন আগে
মেহেরপুরে হত্যাকাণ্ডের ঘটনায় দুই যুবদল নেতা বহিষ্কার
মেহেরপুরে গাংনী পৌর যুবদলের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আলমগীর হোসেনকে হত্যার অভিযোগে গ্রেপ্তার দুই যুবদল নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) গাংনী পৌর যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলাম ও সদস্য সচিব এনামুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেন।
বহিষ্কৃত নেতারা হলেন- গাংনী পৌর যুবদলের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বিপ্লব ও ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মফিকুল ইসলাম।
বহিষ্কারাদেশে বলা হয়েছে, আলমগীর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পৌর যুবদলের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক রবিউল ইসলাম বিপ্লবকে ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের পদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
এর আগে, এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রবিউল ইসলাম বিপ্লব, ১ নম্বর ওয়ার্ড (বাঁশবাড়িয়া) যুবদলের সাবেক সভাপতি মফিকুল ইসলাম ও কোদাইলকাটি গ্রামের আলমগীর হোসেনকে তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের একটি দল গ্রেপ্তার করে। গতকাল (শুক্রবার) আদালতে নিলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত ২ জানুয়ারি দিবাগত রাতে গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের উত্তরপাড়া এলাকার মঈন উদ্দীনের ছেলে আলমগীর হোসেনকে গলাকেটে হত্যা করে সহড়াবাড়িয়া ইছাখালি মাঠের একটি গাছের নিচে ফেলে রাখা হয়।
আরও পড়ুন: শেরপুরে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২
নিহত আলমগীর হোসেনের কাছে একই গ্রামের মো. মফিকুল ইসলামের ২ লাখ টাকা পাওনা ছিল। প্রায় ৪ বছর আগে আলমগীর ঘাতক মফিকুলের কাছ থেকে এই টাকা ধার নেন। এরপর দেড় বছর আগে তিনি সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) চলে যান। প্রায় ২ মাস আগে আলমগীর দেশে ফেরত এলে পাওনা টাকার প্রতিশোধ নিতেই মফিকুল তার বন্ধু যুবদল নেতা রবিউল ইসলাম বিপ্লব ও কোদাইলকাটি গ্রামের আলমগীর হোসেনসহ কয়েকজন মিলে তাকে টাকা ধার দেওয়ার নাম করে সহড়বাড়িয়া-কামারখালী মাঠে নিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের পিতা মইন উদ্দীন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
১০২ দিন আগে
মেহেরপুরে বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে
মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাইয়ে বিরুদ্ধে বোন তসলিমা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবীল গ্রামের গোরস্থানের পাশের একটি ডোবা থেকে তসলিমা খাতুনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
নিহত তসলিমা খাতুন (৫০) চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড বাগানপাড়া এলাকার আব্দুল হান্নানের স্ত্রী। তিনি তার বাবার বাড়ি চাঁদবীলে বসবাস করতেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা
তসলিমার স্বামী আব্দুল হান্নান অভিযোগ করে বলেন, পিতা-মাতার সম্পত্তির ১২ বিঘা জমির মধ্যে সাড়ে ১০ কাঠা জমি মুখে মুখে দিলেও রেজিস্ট্রি করে দেইনি। বাকি জমির ভাগ চাওয়ায় তসলিমার ভাই আব্দুল বারেক, মন্টু আলী, লাল্টু হোসেন, আব্দুল হক, কান্টু হোসেন মিলে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
প্রতিবেশী আলেয়া খাতুন জানান, তসলিমা খাতুনের স্বামীর বাড়ি চুয়াডাঙ্গায় হলেও ৩ থেকে ৪ বছর আগে তারা বাবা মৃত বরকত আলীর জমিতে চাঁদবীলে গ্রামের বাড়িতে চলে আসেন। এখানেই বসবাস করছিলেন তিনি।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইদের হাতে তিনি খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উন্মেচিত হবে। তসলিমা খাতুনের লাশ উদ্ধারের পরপরই তার ভাইদের পরিবারের সবাই পালিয়েছেন বলে জানান ওসি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ
১১২ দিন আগে
মেহেরপুরে নৈশ প্রহরীকে বেঁধে দোকানে ডাকাতি
মেহেরপুর শহরে নৈশ প্রহরীকে চোখ ও হাত পা বেঁধে রেখেখে ট্রাক ভড়িয়ে দোকান থেকে প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরের দিকে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক মোড়ে ‘সোহানা বস্ত্রালয়’ নামের একটি কাপড়ের দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে।
সোহানা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী স্বপন ইসলাম বলেন, ‘রাত আড়াইটার দিকে আমি দোকান বন্ধ করে বাড়িতে যাই। ভোরের দিকে এক নারী ফোন করে এ ডাকাতির ঘটনা জানান। সঙ্গে সঙ্গে আমি দোকানে গিয়ে দেখি দোকানের তালা ভেঙে সব মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।’
তিনি জানান, দোকান থেকে শীতের নতুন কম্বল, থ্রি পিস, শাড়িসহ ১২ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে।
স্বপন ইসলাম জানান, স্থানীয় এক নারী ভোরের দিকে দোকান থেকে একটি ট্রাকে মালামাল তুলতে দেখেন। এসময় তিনি পুলিশকেও খবর দেন।
বাজারের নৈশ প্রহরী শহিদুল ইসলাম গগন জানান, ভোর ৪টার দিকে চারজন ব্যক্তি একটি ট্রাক নিয়ে এই সড়কে ঘুরাঘুরি করছিল। আমি তাদের খোঁজ খবর নিতে গেলে তারা আমাকে দেশীয় অস্ত্র বুকে ধরে চোখ-মুখ বেঁধে এক জায়গায় ফেলে রাখে। পরে কী হয়েছে তা কিছুই দেখিনি।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, ভোরের দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি।
তিনি বলেন, ‘ডাকাত দল অভিনব কায়দায় এ চুরির ঘটনা ঘটিয়েছে। চুরির সময় সিসি ক্যামেরা ও হার্ডডিস্কও নিয়ে গেছে। তবে সাইবার ক্রাইম টিমসহ পুলিশের বেশ কয়েকটি দল কাজ করছে। দ্রুত এ সংঘবদ্ধ ডাকাত দলকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
১১৯ দিন আগে
মেহেরপুরে শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন
মেহেরপুরে চার বছরের শিশুকে ধর্ষণের দায়ে তসলেম উদ্দীন মিস্ত্রি (৬০) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে মেহেরপুর জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক মো. তৌহিদুল ইসলাম এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ২২ অক্টোবর স্থানীয় ৪ বয়সি শিশু বড়ির পাশে খেলা করছিল। তসলেম উদ্দিন চকলেটের লোভ দেখিয়ে পাশের একটি ঘাসের খেতে নিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় বাড়িতে গেলে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আরও পড়ুন: নড়াইলে মাদকের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড
পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আইনে একটি মামলা করেন।
বিচারক দীর্ঘ শুনানি ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তসলেম উদ্দীনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।
মামলায় বাদি পক্ষের আইনজীবী ছিলেন রোকেয়া খাতুন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন একেএম আসাদুল আলম।
সন্তোষ জনক রায় পেয়েছেন বলে জানান বাদী পক্ষের পরিবার।
তবে আসামি পক্ষের আইনজীবী একেএম আসাদুল আলম বলেন, ‘আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’
আরও পড়ুন: চাচাতো ভাইকে হত্যার ২২ বছর পর দুই ভাইয়ের যাবজ্জীবন
১৩৯ দিন আগে
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ইঞ্জিনচালিত ভ্যানের চালক নিহত
মেহেরপুরের গাংনীতে নির্মাণাধীন রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে শ্যালো ইঞ্জিনচালিত আলগামন (ভ্যান) সড়কের ওপর উল্টে চালক আব্দুল আজিজ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান চেরাগীপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ (৪০) মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে।
আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, আহত ২
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বানী ইসরাইল বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৮টায় আব্দুল আজিজ আলগামন চালিয়ে মেহেরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বামন্দী বাজারের ছাতিয়ান চেরাগীপাড়ায় নির্মাণাধীন রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এরপর রাস্তার ওপর উল্টে পড়ে গুরুতর আহত হন। পরে বামন্দী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার চিকিৎসক ফারুক হোসেন তাকে মৃত ঘোষণা করেন।’
আরও পড়ুন: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
১৩৯ দিন আগে