মেহেরপুর
মেহেরপুরে নৈশ প্রহরীকে বেঁধে দোকানে ডাকাতি
মেহেরপুর শহরে নৈশ প্রহরীকে চোখ ও হাত পা বেঁধে রেখেখে ট্রাক ভড়িয়ে দোকান থেকে প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরের দিকে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক মোড়ে ‘সোহানা বস্ত্রালয়’ নামের একটি কাপড়ের দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে।
সোহানা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী স্বপন ইসলাম বলেন, ‘রাত আড়াইটার দিকে আমি দোকান বন্ধ করে বাড়িতে যাই। ভোরের দিকে এক নারী ফোন করে এ ডাকাতির ঘটনা জানান। সঙ্গে সঙ্গে আমি দোকানে গিয়ে দেখি দোকানের তালা ভেঙে সব মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।’
তিনি জানান, দোকান থেকে শীতের নতুন কম্বল, থ্রি পিস, শাড়িসহ ১২ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে।
স্বপন ইসলাম জানান, স্থানীয় এক নারী ভোরের দিকে দোকান থেকে একটি ট্রাকে মালামাল তুলতে দেখেন। এসময় তিনি পুলিশকেও খবর দেন।
বাজারের নৈশ প্রহরী শহিদুল ইসলাম গগন জানান, ভোর ৪টার দিকে চারজন ব্যক্তি একটি ট্রাক নিয়ে এই সড়কে ঘুরাঘুরি করছিল। আমি তাদের খোঁজ খবর নিতে গেলে তারা আমাকে দেশীয় অস্ত্র বুকে ধরে চোখ-মুখ বেঁধে এক জায়গায় ফেলে রাখে। পরে কী হয়েছে তা কিছুই দেখিনি।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, ভোরের দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি।
তিনি বলেন, ‘ডাকাত দল অভিনব কায়দায় এ চুরির ঘটনা ঘটিয়েছে। চুরির সময় সিসি ক্যামেরা ও হার্ডডিস্কও নিয়ে গেছে। তবে সাইবার ক্রাইম টিমসহ পুলিশের বেশ কয়েকটি দল কাজ করছে। দ্রুত এ সংঘবদ্ধ ডাকাত দলকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
২ দিন আগে
মেহেরপুরে শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন
মেহেরপুরে চার বছরের শিশুকে ধর্ষণের দায়ে তসলেম উদ্দীন মিস্ত্রি (৬০) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে মেহেরপুর জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক মো. তৌহিদুল ইসলাম এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ২২ অক্টোবর স্থানীয় ৪ বয়সি শিশু বড়ির পাশে খেলা করছিল। তসলেম উদ্দিন চকলেটের লোভ দেখিয়ে পাশের একটি ঘাসের খেতে নিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় বাড়িতে গেলে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আরও পড়ুন: নড়াইলে মাদকের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড
পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আইনে একটি মামলা করেন।
বিচারক দীর্ঘ শুনানি ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তসলেম উদ্দীনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।
মামলায় বাদি পক্ষের আইনজীবী ছিলেন রোকেয়া খাতুন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন একেএম আসাদুল আলম।
সন্তোষ জনক রায় পেয়েছেন বলে জানান বাদী পক্ষের পরিবার।
তবে আসামি পক্ষের আইনজীবী একেএম আসাদুল আলম বলেন, ‘আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’
আরও পড়ুন: চাচাতো ভাইকে হত্যার ২২ বছর পর দুই ভাইয়ের যাবজ্জীবন
৩ সপ্তাহ আগে
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ইঞ্জিনচালিত ভ্যানের চালক নিহত
মেহেরপুরের গাংনীতে নির্মাণাধীন রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে শ্যালো ইঞ্জিনচালিত আলগামন (ভ্যান) সড়কের ওপর উল্টে চালক আব্দুল আজিজ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান চেরাগীপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ (৪০) মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে।
আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, আহত ২
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বানী ইসরাইল বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৮টায় আব্দুল আজিজ আলগামন চালিয়ে মেহেরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বামন্দী বাজারের ছাতিয়ান চেরাগীপাড়ায় নির্মাণাধীন রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এরপর রাস্তার ওপর উল্টে পড়ে গুরুতর আহত হন। পরে বামন্দী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার চিকিৎসক ফারুক হোসেন তাকে মৃত ঘোষণা করেন।’
আরও পড়ুন: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
৩ সপ্তাহ আগে
মেহেরপুরে বিএনপি নেতা আব্দুর রহমান মারা গেছেন
মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি ও মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান (৭১) মারা গেছেন।
সোমবার (১১ নভেম্বর) ভোর ৪টার দিকে তার বাসভবনে মারা যান।
পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রসহ বিভিন্ন রোগে ভুগছিলেন এবং চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ নিচ্ছলেন।
আরও পড়ুন: গাংনী সরকারি ডিগ্রি কলেজর অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রশিদ আর নেই
আব্দুর রহমান বিএনপির রাজনীতির সঙ্গে সম্পর্কিত ছিলেন দলের প্রতিষ্ঠালগ্ন থেকেই। মেহেরপুরের বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক এমপি আহমেদ আলীর হাত ধরে তিনি দলের রাজনীতিতে আসেন। ১৯৮৮ সালে এরশাদ সরকারের আমলে বিপুল ভোটের ব্যবধানে মেহেরপুর পৌরসভার চেয়ারম্যান (বর্তমানে মেয়র পদ) নির্বাচিত হন। পরে তিনি বিএনপির বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন এবং দীর্ঘদিন মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেন।
বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন, জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দীন খান, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
আরও পড়ুন: সাংবাদিক জামিউল আহসান সিপুর বাবার মৃত্যুতে ডিআরইউ’র শোক
১ মাস আগে
মেহেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত
মেহেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় নাহিদুজ্জমান নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৮ নভেম্বর) রাত ১১টায় সদর উপজেলার মেহেরপুর—চুয়াডাঙ্গা সড়কের রাজনগরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদুজ্জামান (৩০) রাজনগর মোল্লাপাড়া এলাকার সামসুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, রাত ১১টায় নাহিদুজ্জামান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার দিকে যাওয়া দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। নাহিদুজ্জামান মাইক্রোবাসের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
১ মাস আগে
মেহেরপুরে যৌথ অভিযানে মাদক জব্দ, আটক ৪
মেহেরপুরে যৌথ বাহিনীর পৃথক দুটি যৌথ অভিযানে মাদক বহনের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে তাদের পৃথক স্থান থেকে আটক করে।
অভিযানে অংশ নেয় সেনা সদস্য, বিজিব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটকরা হলেন- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ভাগজাতপুর গ্রামের ইসমাইল মন্ডলের স্ত্রী তিলোক জান (৪৫), একই উপজেলার মুন্সিগঞ্জ অক্টোর নগর গ্রামের আসমত ব্যাপারীর স্ত্রী কোহিনুর খাতুন (৫০), মেহেরপুরে গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের নবীনপুরের ইন্তাজুল হোসেন ওরফে ইন্তা (৪৮) ও একই গ্রামের জয়নাল আবেদীন(৪৬)।
আরও পড়ুন: সিলেটে দুই ট্রাকবোঝাই ৪৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ৩
মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেম জানান, মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনা সদস্য ২৭ আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন রওশনের নেতৃত্বে মেহেরপুর কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া নামক স্থানে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা, তিনটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার টাকা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত পাখি ভ্যানসহ তিলোক জান, কোহিনূর খাতুন ও ইন্তাজুলকে আটক করে।
পরে সাহারবাটি ডিসি ইকো পার্কের গুচ্ছগ্রামের জয়নাল আবেদীনের বাড়িতে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা, ১৭ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রয়ের নগদ ২ লাখ ৫৬ হাজার টাকা জব্দ করে।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার আগে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ‘যৌথবাহিনীর অভিযানে আটকদের থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়ায় মাদকচক্রদের আদালতে সোপর্দ করা হবে।’
আরও পড়ুন: ৪৭ প্রতিষ্ঠানকে জরিমানাসহ ৪০৪৪ কেজি পলিথিন জব্দ
১ মাস আগে
মেহেরপুর আওয়ামী লীগের ২ নেতা আটক
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলমকে আটক করেছে র্যাব—১২।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে শহরের নিজ নিজ বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক গাংনী উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এবং একেএম শফিকুল আলম ২০০৯ সালে গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
র্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য আইনশৃংঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ করার জন্য তারা দুজন নিজ নিজ বাড়িতে আওয়ামী সমর্থিত লোকজন নিয়ে ষড়যন্ত্র করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও তাদের দুজনকে আটক করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করার লক্ষ্যে গাংনী থানায় পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সাবেক এমপি শেখ আফিলসহ ২০ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, আটক ৫
গাংনী থানার সূত্র জানান, তাদের ১৬১ ধারায় আটক দেখিয়ে আদালতে নেওয়া হবে।
উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক গাঢাকা দিলেও যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান একে এম শফিকুল আলম বাড়িতেই ছিলেন।
আরও পড়ুন: ভোলায় ম্যাজিস্ট্রেট-পুলিশের ওপর হামলা, আটক ৫৩
১ মাস আগে
মেহেরপুরে হেরোইনের মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
মেহেরপুরে হেরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহারুল ও চঞ্চল নামের ২ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে শাহারুল ও চঞ্চলকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মনজুরুল ইমাম এ আদেশ দেন।
আরও পড়ুন: চাঁদপুরে ইলিশ শিকারের দায়ে ১৪ জেলের কারাদণ্ড
শাহরুল ইসলাম গাংনীর গাঁড়াবাড়িয়া গ্রামের পঞ্চাতন শেখের ছেলে এবং চঞ্চল হোসেন মেহেরপুরের কালীগাংনী গ্রামের আনিসুর রহমানের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি মেহেরপুরের কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশের গলি থেকে শাহারুল, চঞ্চল এবং শাব্দুল হোসেনের নামের ৩ জনকে আটক করেন। ওই সময় শাহারুল ইসলামের প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম ওজনের হিরোইন এবং চঞ্চল হোসেনের গেঞ্জির পকেট থেকে ৫০ গ্রাম করে হেরোইন জব্দ করা হয়।
ঐ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
পরে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলায় মোট ৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন।
এতে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহারুল ও চঞ্চলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষে ভারপ্রাপ্ত পিপি আসাদুজ্জামান, আসামি শাহারুলের পক্ষে সেলিম রেজা কল্লোল এবং চঞ্চলের পক্ষে আলম হোসেন আইনজীবী হিসেবে ছিলেন।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড
১ মাস আগে
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
মেহেরপুরের গাংনীতে ইজিবাইককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস চালক লিখন আলী(৩০) নামে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।
নিহত লিখন আলী গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের জোয়ার্দ্দারপাড়ার রহিদুল ইসলামের ছেলে। সে পেশায় মাইক্রোবাসের চালক।
গাংনী থানার তদন্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শুক্রবার বেলা ১২টার দিকে নিহত লিখন আলী গাংনী কাথুলি সড়ক দিয়ে সাহারবাটি গ্রামে যাচ্ছিলেন। চৌগাছা গ্রামের বড় মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইক সামনে পড়ে। এসময় লিখন আলী জোরে ব্রেক ধরায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে পড়ে গুরুতর আহত হন।
আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
১ মাস আগে
মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
মেহেরপুর সরকারি কলেজের পেছন থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত (আনুমানিক বয়স ৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
রবিবার (২০ অক্টোবর) দুপুর ২টায় মেহেরপুর সরকারি কলেজের পেছনের আমবাগানের মাঝখানে একটি আমগাছের ডালের সঙ্গে ঝোলানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের ধারণা ৪ থেকে ৫ দিন আগে মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গলায় রশি পেঁচিয়ে আম গাছের একটি ডালের সঙ্গে ঝোলানো অবস্থায় দেখা যায়। তার পরা লুঙ্গিটিও গলায় জড়ানো ছিল। ধারণা করা যাচ্ছে তাকে হত্যা করে আমগাছের ডালের সঙ্গে রেখে গেছে দুর্বৃত্তরা। পূজার টানা কয়েকদিনের ছুটি শেষে রবিবার কলেজটি খোলা হয়েছে। এই ক’দিন নির্জন থাকায় এই ঘটনা ঘটতে পারে।
তার শরীরের অসংখ্য পোকা লাগায় চেনার কোনো অবস্থা নেই বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
আরও পড়ুন: রাজশাহীতে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ বারী এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজের পেছনের আমবাগান থেকে উৎকট দুর্গন্ধ বের হলে মানুষজন সেখানে যায়। পরে বাগানের মাঝখানের একটি আম গাছের একটি ডালের সাথে রশির সাথে ঝোলানো অর্ধবসা অবস্থায় মরদেহ দেখে আমাদের খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে সুরোতহাল শেষে মেহেরপুর ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা এখনি কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট শেষে বলা যাবে।
আরও পড়ুন: কুলাউড়ায় নিখোঁজের ২ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
২ মাস আগে