মেহেরপুর
মেহেরপুরে হেরোইনসহ সাবেক সেনাসদস্য আটক
মেহেরপুরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৬০ গ্রাম হেরোইনসহ চাঁদ আলী নামে এক সাবেক সেনাসদস্যকে আটক করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
আটক চাঁদ আলী ওই গ্রামের বাসিন্দা। তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের উপপরিচালক রহমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় চকলেট, মদ ও গরু জব্দ
তিনি জানান, সাবেক সেনাসদস্য চাঁদ আলী নিজ বাড়িতে হেরোইন মজুত করে তা বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন—এমন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মেহেরপুর সেনা ক্যাম্পের সদস্যরা তার বাড়িতে যৌথ অভিযান চালান। এ সময় তার বসতবাড়ি থেকে পলিথিনে মোড়ানো ৬০ গ্রাম হেরোইন জব্দ করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
৮৮ দিন আগে
মেহেরপুরে ছাত্রলীগ নেতাকে পিটুনি দিয়ে পুলিশে দিলেন বিএনপি নেতা-কর্মীরা
২০২৩ সালে মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপি কার্যালয়, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার ছবি, সাইনবোর্ড ভাঙচুর ও জাতীয় পতাকা পোড়ানো মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা শাহরিয়ার রেজা প্রিন্সকে সংঘবদ্ধ পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাংনী উপজেলা শহরে বিএনপি কার্যালয়ের সামনে ঘোরাঘুরি করছিলেন শাহরিয়ার। সে সময় তাকে আটক করেন বিএনপি নেতা-কর্মীরা। পরে তাকে পিটুনি দিয়ে গাংনী থানা পুলিশে সোপর্দ করা হয়।
শাহরিয়ার রেজা প্রিন্স উপজেলা ছাত্রলীগের নেতা ও গাংনী উপজেলার মাইলমারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশে হস্তান্তর
বিএনপির দলীয় সূত্র জানায়, ২০২৩ সালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা অফিসে হামলা চালিয়ে সেখানে থাকা চেয়ারটেবিল, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর ও জাতীয় পতাকা পুড়িয়ে দেন। দীর্ঘ সময় পর সেই কার্যালয়ের সামনে থেকে তাকে শনাক্ত করেন বিএনপি নেতা-কর্মীরা। সঙ্গে সঙ্গে তারা একত্রিত হয়ে তাকে আটক করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, ‘বিএনপির অফিস ভাঙচুর ও ছবি পোড়ানোর মামলায় ছাত্রলীগের ওই নেতাকে আগামীকাল (বৃহস্পতিবার) চালান দেওয়া হবে।’
৯২ দিন আগে
আত্মহত্যা-চেষ্টার এক মাস পর চলে গেলেন সেই নারী ফুটবলার
আত্মহত্যা-চেষ্টার এক মাস পর চিকিৎসাধীন অবস্থায় মেহেরপুর জেলা নারী ফুটবল দলের অধিনায়ক সুস্মিতা খাতুনের মৃত্যু হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সে মারা যায়।
সুস্মিতা মেহেরপুর জেলা নারী ফুটবল দলের অধিনায়ক এবং মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
পরিবারের সদস্যরা জানান, প্রায় এক মাস আগে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল সুস্মিতা। সে সময় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে, এরপর সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু দীর্ঘ চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই সুস্মিতা মারা যায়।
আরও পড়ুন: ঢাবিতে জগন্নাথ হলের ছাদ থেকে লাফিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
চিকিৎসকরা জানান, অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের কারণে কিডনিতে জটিলতা দেখা দেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।
সুস্মিতা মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নাতনি। ফুটবলের পাশাপাশি ক্রিকেট ও ব্যাডমিন্টনেও জেলা পর্যায়ে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল সে।
তার অকালমৃত্যুতে হরিরামপুর গ্রাম, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং জেলার ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
৯৪ দিন আগে
মেহেরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১
মেহেরপুরে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ গোলাম মোস্তফা ডাকু (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সোমবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ মেহেরপুর কোম্পানি ও গাংনী সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গোলাম মোস্তফা ডাকু গাংনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌগাছা (ভিটাপাড়া) গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। তিনি পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
রবিবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে র্যাব ব্যাটালিয়ন-১২ কোম্পানি কমান্ডারের কার্যালয়ের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ কার্যালয়ের কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান জানান, আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার গোলাম মোস্তফা ডাকুর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে গাংনী থানায় একটি মামলা করা হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে ১৪৪৩ পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
প্রসঙ্গত, গোলাম মোস্তফা ডাকু আওয়ামী লীগ সরকারের আমলেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।
৯৪ দিন আগে
মেহেরপুর সীমান্তে ৩৯ নারী পুরুষকে হস্তান্তর বিএসএফের
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ।
মঙ্গলবার(১৯ আগস্ট) দুপুর আড়াইটার সময় কাজিপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৭ এর নিকট বিজিবি'র কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ।
পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন ১১ সদস্যের ভারতের ১১ বিএসএফের গান্দিনা ক্যাম্পের এসি সুনিল কুমার ও বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, কাজিপুর বিওপি নায়েব সুবেদার কায়ূম হোসেন ও আসাবুর রহমান।
আরও পড়ুন: আজ ৪৫ জনকে পুশইন ও ২৭ জনকে ফেরত পাঠিয়েছে বিএসএফ
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল উপস্থিত ছিলেন।
জানা গেছে, হস্তান্তর করা ব্যক্তিরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়ে দীর্ঘদিন যাবৎ অবস্থান করছিলেন। ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে সীমান্তে এনে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
১০৭ দিন আগে
মেহেরপুরে ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চালকের মৃত্যু
মেহেরপুর সদর উপজেলার সাহেবপুর গ্রামে ইজিবাইকে চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে সেলিম রেজা নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার সাহেবপুর গ্রামের গোরস্থানপাড়া এলাকার নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটে।
নিহত সেলিম রেজা মেহেরপুর সদর উপজেলার সাহেবপুর গ্রামের গোরস্থানপাড়া এলাকার আক্তার মোল্লার ছেলে।
আরও পড়ুন: রংপুরে দোকান উদ্বোধনে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিহত ২, আহত ১৩
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন জানান, সেলিম রেজা নিজ ইজিবাইকে চার্জ দিচ্ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুতায়িত হলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১১৩ দিন আগে
মেহেরপুরে মৃত গরুর মাংস বিক্রির চেষ্টা, কসাইয়ের ৩ মাসের কারাদণ্ড
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে মরা গরু জবাই ও মাংস বিক্রির চেষ্টার অভিযোগে মো. হামজা নামের এক মাংস বিক্রেতাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে পিরোজপুর গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্ত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম এই আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্ত মো. হামজা সদর উপজেলার পিরোজপুর পশ্চিমপাড়া গ্রামের বরকত আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর গ্রামে অভিযান চালিয়ে মরা গরু জবাই ও মাংস শহরে সরবরাহের প্রস্তুতির সময় মাংস বিক্রেতা মো. হামজাকে মাংসহ আটক করা হয়। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মেহেরপুর সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম ও সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
১৩৫ দিন আগে
গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের তেরাইল ওলিনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গাংনী উপজেলার ওলিনগর গ্রামের কাতর মোল্লার ছেলে মন্টু মোল্লা (৫০) এবং তেরাইল গ্রামের পূর্বপাড়া এলাকার রতন আলির ছেলে রনি (১৮)।আহত হয়েছেন— ছাতিয়ান গ্রামের মকবুল হোসেনের ছেলে মোস্তাক হোসেন (২০)। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, মন্টু মোল্লা একটি দোকান থেকে চা পান করে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মেহেরপুরগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলির নিচে পড়ে গুরুতর আহত হন। মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন।
আরও পড়ুন: গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক-হেলপার আটক
স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মন্টু মোল্লাকে মৃত ঘোষণা করেন। পরে রনি ও মোস্তাককে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে রনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আহত মোস্তাক হোসেনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি বনি ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।
১৩৯ দিন আগে
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সরফরাজ খান সোনা (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রনি রেস্তোরাঁর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সরফরাজ খান সোনা মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা এবং শামসুল আলম খানের ছেলে।
আরও পড়ুন: রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী ট্রাক সরফরাজকে চাপা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
১৪২ দিন আগে
মেহেরপুরের গাংনীতে দুটি ‘হাতবোমা’ ও চিরকুট উদ্ধার
মেহেরপুরের গাংনীতে বিএনপির একটি কার্যালয়ের সামনে পরিত্যক্ত অবস্থায় দুটি বিস্ফোরক সদৃশ বস্তু ও একটি চিরকুট পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মটমোড়া ইউনিয়নের নওদা মটমোড়া গ্রামে ওই বস্তুগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিএনপির ১ নম্বর ওয়ার্ডের (বাবলু গ্রুপের) দলীয় কার্যালয়ের সামনে সকালে বিস্ফোরক সদৃশ্য বস্তু ও একটি চিরকুট পড়ে থাকতে দেখে তারা দ্রুত গাংনী থানা পুলিশকে খবর দেন। পরে থানার একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেগুলো উদ্ধার করে।
ওই বিস্ফোরক সদৃশ্য বস্তুকে হাতবোমা বলে অভিহিত করেছে স্থানীয় জনগণ।
আরও পড়ুন: বেনাপোলে ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে বোমার আঘাতে নিহত ১
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরায়েল বলেন, ‘স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুটি বিস্ফোরক সদৃশ্য বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।’
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই জিনিসগুলো কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে ফেলে রাখা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
প্রসঙ্গত, সম্প্রতি গাংনীতে বিভিন্ন রাজনৈতিক দলীয় কোন্দল ও হামলার পর এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে গাংনী থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বস্তু পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে। পাশাপাশি কারা এ ঘটনা ঘটিয়েছে তা খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।
১৬১ দিন আগে