মেহেরপুর, ০৫ সেপ্টেম্বর (ইউএনবি)- মেহেরপুর সদর উপজেলার সাহেবপুর এলাকায় মঙ্গলবার রাতে সব্জিবোঝাই ট্রাক থেকে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় ট্রাকের হেলপার বামনপাড়া গ্রামের মতিনের ছেলে মামনুকে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।
তবে,ফেনসিডিল পাচারের মূল হোতা ও ট্রাকচালক পালিয়ে যেতে সক্ষম হয়।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) শাহীন উদ্দিন এই তথ্য জানিয়েছেন।
তার ভাষ্য, গোপন সংবাদে জানতে পারি সাহেবপুর থেকে একটি সব্জিবোঝাই ট্রাকে ফেনসিডিল পাচার করা হচ্ছে। সেখানে অভিযান চালিয়ে ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকের পুরো সব্জি আনলোড করে তার মধ্যে থেকে ৮টি ক্যারেটে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল পাচারের মূল হোতা ও ট্রাকচালক কৌশলে পালিয়ে যায়। তবে মামুন নামে ট্রাক হেলপারকে আটক করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।