প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোজাম্মেল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী মোজাম্মেল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোজাম্মেল হোসেন।
সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মোজাম্মেল হোসেনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর বাগেরহাটে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম এবং তৃতীয় দফায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কোচুবুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গছে।
মোজাম্মেল হোসেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি বাগেরহাট-১ এবং বাগেরহাট-৪ আসন থেকে ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তিনি ১৯৮৪ সাল থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
১৯৪০ সালের ১ আগস্ট জন্ম নেয়া আওয়ামী লীগের এই প্রবীণ নেতা সাবেক প্রতিমন্ত্রীও ছিলেন।