বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করতে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে যৌথ পরামর্শ কমিশনের (জেসিসি) পরবর্তী সভা ভার্চুয়াল প্লাটফর্মে চলতি মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেনের সাথে টেলিফোনে আলাপকালে এ বিষয়ে আলোচনা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
তাদের টেলিফোন আলাপ শেষে বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শ কমিশন (জেসিসি) বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে।
পরে এক টুইটে জয়শঙ্কর বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সাথে উষ্ণ আলোচনা হয়েছে।
তিনি বলেন, দুই দেশের জেসিসি বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে বলে নীতিগতভাবে সম্মত হয়েছে। সভাটি এ মাসের শেষে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
করোনার কারণে ভারতের আন্তর্জাতিক ভ্রমণের নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর সর্বপ্রথম বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন এস জয়শঙ্কর।