রাজধানীর কারওয়ান বাজারের এফডিসি গেটের কাছে একটি বস্তিতে অগ্নিকাণ্ডে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (এফএসসিডি) সদর দপ্তর।
কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে গঠিত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান সিকদার এই তথ্য জানিয়েছেন।
শনিবার ভোরে রাজধানীর কারওয়ান বাজারের মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগে।
পরে ওই বস্তি থেকে দু'জনের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: বস্তিতে আগুন: ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ঘোষণা ডিএনসিসি মেয়রের
তদন্তে জানা যাবে কারওয়ান বাজার বস্তির অগ্নিকাণ্ড নাশকতা কি না: ডিএমপি কমিশনার