শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মনুমুখ ইউনিয়নের নাদামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষে অটোরিকশা ও প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা একই পরিবারে চারজন এবং দুই গাড়ির চালক প্রাণ হারান। আহত হন আরো চার আরোহী।
নিহতরা হলেন- মৌলভীবাজার সদরের শেরপুর গ্রামের আব্দুল গণীর ছেলে জাহাঙ্গীর তালুকদার (৩৮), সাজনা বেগম (২৮), নাহিদ (২৬), খালিসপুর গ্রামের মোশাহেদ মিয়ার ছেলে সাইফ আহমদ (১২), তাজপুরের লায়েছ মিয়া (৩০) ও করিমপুরের জাতন তালুকদারের ছেলে শাহাদাত তালুকদার (২৮)।
স্থানীয়রা জানান, মৌলভীবাজার থেকে সিলেটগামী প্রাইভেটকারটির সাথে মৌলভীবাজারগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ও জেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান।
আহতদের উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল এবং সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।